এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১১ জুন : উত্তরপ্রদেশের সুনগাড়ি থানা এলাকায় পরপর দু’দিন ধর্মান্তরিত করার চেষ্টার ঘটনা সামনে এসেছে । শনিবার সুনগাড়ি এলাকার মাধোতাণ্ডার এক মেয়েকে ধর্মান্তরিত করার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । তার জের মিটতে না মিটতেই রাত আজ রবিবার সুনগাড়ি এলাকায় বিনামূল্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রেশন দেওয়ার নামে হিন্দু পরিবারগুলিকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে । সংবাদ মাধ্যম অমৃত বিচারের প্রতিবেদনে জানা গেছে, ঘটনার কথা চাওড় হতেই হিন্দু সংগঠনের সদস্যরা জড়ো হয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশবাহিনী ।
প্রতিবেদন অনুযায়ী,মাধোতাণ্ডার ছত্রপতি শিবাজি কলোনিতে একটি বাড়িতে পিলিভীত ও লখিমপুরের বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু হিন্দু পরিবারের লোকজন জড়ো হয়েছিল । ওই সমস্ত লোকজনদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রেশন দেওয়ার লোভ দেখিয়ে ধর্ম পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ । ঘটনার মাস্টারমাইন্ড গোরখপুরের বাসিন্দা এক খ্রিস্টান ব্যক্তি বলে দাবি করা হচ্ছে । খবর পেয়ে হিন্দু সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ করে । পরে পুলিশকে খবর দেওয়া হয় । সুনগাড়ি থানার ইন্সপেক্টর জগৎ সিং জানান, ঘটনার তদন্ত চলছে ।।

