এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৫ নভেম্বর : উপমহাদেশে সন্ত্রাসবাদের আঁতুর ঘর হল পাকিস্থান ৷ পিছিয়ে নেই বাংলাদেশও । বাংলাদেশের জামাত-উল-মুজাহিদিন (JMB) এবং আল কায়দার কিছু শাখা সংগঠনগুলি ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে শাখা প্রশাখা বিস্তার করে নাশকতা চালানোর নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ বাংলাদেশে সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় নবতম সংযোজন হল “জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া” । আর এই সংগঠনের ডাকে সেদেশের বহু ছাত্রছাত্রী, তরুন তরুনী সন্ত্রাসবাদের প্রশিক্ষণ নিতে বাড়ি ছেড়ে বেপাত্তা হয়ে গেছে । এবারে শিক্ষিত মুসলিম সমাজের মানুষদের মধ্যেও সন্ত্রাসবাদী সংগঠনে জড়িয়ে পড়ার প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে । যা শুধু বাংলাদেশের জন্যই নয়, উপমহাদেশের পক্ষেও চিন্তার বিষয় ।
জানা গেছে,প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ রয়েছে বাংলাদেশের কিশোরগঞ্জে । ওই কলেজের চিকিৎসক মির্জা কাওসারকে (২৮) সন্ত্রাসবাদী সংগঠনের হয়ে সক্রিয়ভাবে কাজ করার অভিযোগে গ্রেফতার করেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী । বর্তমানে সে ঢাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে আছে । মোহম্মদ জাকির হোসেন (২৮) নামে আরও এক চিকিৎসকের সন্ত্রাসবাদী সংগঠনে জড়িয়ে থাকার প্রমান মিলেছে । তবে মঙ্গলবার পর্যন্ত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসকের কোনো হদিশ পাওয়া যায়নি ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের খরমপট্টির মেডিক্স কোচিং সেন্টার থেকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক কাওসারকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয় । তিনি ওই কোচিং সেন্টারটি পরিচালনার সঙ্গেও যুক্ত । পুলিশ সুত্রে খবর,দীর্ঘদিন নজরদারির পর কাওসারের বিরুদ্ধে সন্ত্রাসবাদী সংগঠনে জড়িত থাকার প্রমান পাওয়ার পরেই তাকে পাকড়াও করা হয় । তবে ঠিক কোন সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে ওই চিকিৎসক যুক্ত তা পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি । যদিও সন্ত্রাসবাদী সংগঠনে জড়িত থাকার কথা মানতে চাননি কাওসারের বাবা মির্জা আবদুল হাকিম ।
অন্যদিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাকির হোসেন নিখোঁজ হওয়ার ঘটনায় কোনো কূলকিনারা খুঁজে পাচ্ছে না বাংলাদেশের পুলিশের তদন্তকারী দল । পুলিশের অনুমান, কোনো সন্ত্রাসবাদী সংগঠনের অধীনে নাশকতা চালানোর প্রশিক্ষণ নিতে গেছে ওই চিকিৎসক । সেক্ষেত্রে বাংলাদেশের পার্বত্য এলাকায় কোনো গোপন ডেরায় সে লুকিয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের ।।