এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১১ জানুয়ারী : অর্থ পাচারের মামলায় ন্যাশনাল কনফারেন্স (এনসি) সভাপতি ফারুক আবদুল্লাহকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে (জেকেসিএ) অনিয়মের কারনে জিজ্ঞাসাদের জন্য তাকে তলব করা হয়েছে বলে জানা গেছে । শ্রীনগর লোকসভা আসনের ৮৬ বছরের এই সাংসদের বিরুদ্ধে ২০২২ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মামলায় চার্জশিট পেশ করেছিল।
ইডির অভিযোগ,জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের তহবিলগুলি জেকেসিএ পদাধিকারীদের সহ অসম্পর্কিত দলগুলির বিভিন্ন ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হয়েছিল । এছাড়া জেকেসিএ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে নগদ টাকাও তুলে নেওয়া হয়েছে । ইডি মামলাটি একই অভিযুক্তের বিরুদ্ধে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) দ্বারা দায়ের করা ২০১৮ সালের চার্জশিটের উপর ভিত্তি করে । ওই মামলায় সমন জারি করে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী আবদুল্লাহকে শ্রীনগরের ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ।।