এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ জুন : কয়লা পাচার কাণ্ডে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । তাঁকে আগামী ১৯ জুন নয়াদিল্লিতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে বলে ইডি সূত্রের খবর । আসানসোল উত্তরের তৃণমূল কংগ্রেস বিধায়ক মলয় ঘটক এই মামলায় দুবার সংস্থার সামনে হাজির হয়েছেন । ইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘তিনি আমাদের আধিকারিকদের সামনে হাজির হওয়া এড়াচ্ছেন, আরও সময় চেয়েছেন ।’
প্রসঙ্গত,কয়লা পাচার কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত হচ্ছে অনুপ মাজি ওরফে লালা । ইতিপূর্বেই তাকে গ্রেফতার করেছে ইডি । চলতি বছরের শুরুর দিকে আদালতে আত্মসমর্পণ করে লালা ঘনিষ্ঠ রত্নেশ ভার্মাও । সিবিআইয়ের খাতায় ওয়ান্টেড ছিল রত্নেশ। বছর দুয়েক ধরে তার খোঁজ মিলছিল না । তাকে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।
এদিকে লালার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে তার বদলে নানা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে গত মে মাসে ইসিএলের প্রাক্তন ডিরেক্টর সুনীল ঝা এবং সামরিক বাহিনী সিআইএসএফের প্রাক্তন ইন্সপেক্টর আনন্দকুমার সিংকে গ্রেফতার করা হয়েছিল । কলকাতার নিজাম প্যালেসে ইডির সদর দপ্তরে দু’জনকে দীর্ঘক্ষণ জেরার পরেই গ্রেফতার করা হয় । তার আগেই ইসিএলের-এর আরও ৭-৮ জন আধিকারিককে গ্রেফতার করেছিল সিবিআই । কিন্তু কয়লা পাচার কাণ্ডে মূল মাথা কে তা আজও অজানা । ইতিপূর্বে এনিয়ে সিবিআই-এর আইনজীবীকে ভর্ৎসনাও করেছিল কলকাতা হাইকোর্ট ।।