এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ অক্টোবর : রেশন দুর্নীতি মামলায় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । আজ বৃহস্পতিবার সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বিসি ২৪৪ ও বিসি ২৪৫ নম্বর বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী দল । বনমন্ত্রী হওয়ার আগে দীর্ঘদিন রাজ্যের খাদ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি । রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের বহু কোটির সম্পত্তির হদিশ পাওয়ার পর তার সাথে যোগসূত্র খুঁজে পেয়েই এদিন তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি অভিযান চালিয়েছে বলে খবর ।
জানা গেছে, এদিন সকাল প্রায় ৬ টা নাগাদ অন্তত ১০ জনের তদন্তকারী দল জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে হানা দেয় । প্রথমেই বাড়িতে থাকা সমস্ত মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়ে নেন আধিকারিকরা । যদিও সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিক বাড়িতে ছিলেন না,পরে আসেন । রেশন দূর্নীতি মামলায় ইডি তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে । জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও তার আপ্ত সহায়ক অমিত দের নাগের বাজারের জোড়া ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করেছেন ইডির আধিকারিকরা । এদিন সকাল থেকে মোট আটটি জায়গায় ইডির তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে খবর ৷
প্রসঙ্গত,জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিবুর রহমান বর্তমানে ইডির হেফাজতে । দেশ ও বিদেশে বিপুল সম্পত্তির হদিশ পেয়েই ইডি বাকিবুরকে নিজেদের হেফাজতে নেয় । তদন্তে ইডি জানতে পারে যে ৯৫ টি জায়গায় ১৬০০ কাঠার বেশি সম্পত্তি রয়েছে বাকিবুর রহমানের । যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকার বেশি । রেশন দুর্নীতির কালো টাকাকে সাদা করার উদ্দেশ্যেই ওই সম্পত্তি কেনা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।।