এইদিন ওয়েবডেস্ক,রায়পুর,২০ ফেব্রুয়ারী : কয়লা শুল্ক কেলেঙ্কারি মামলায় সোমবার ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের একের পর এক ঠিকানায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতে,ছত্তিশগড়ে প্রতি টন কয়লা পরিবহনে ২৫ টাকা করে অবৈধভাবে চাঁদাবাজি করা হয়েছিল । আর এই চক্রে জড়িতদের মধ্যে রয়েছে সিনিয়র আমলা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং মধ্যস্বত্বভোগীদের একটা চক্র । এই মামলায় ইতিমধ্যেই রাজ্য প্রশাসনিক পরিষেবা আধিকারিক সৌম্য চৌরাসিয়া, সূর্যকান্ত তিওয়ারি, সূর্যকান্তর মামা লক্ষ্মীকান্ত তিওয়ারি, ছত্তিশগড় ক্যাডার আইএএস অফিসার সমীর বিষ্ণোই এবং কয়লা ব্যারন সুনীল আগরওয়ালসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
প্রসঙ্গত,ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নেতৃত্বে কংগ্রেস সরকার রয়েছে । মূলত তার আমলেই এই কেলেঙ্কারি হয় । এদিকে আগামী ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারী রাজধানী রায়পুরে তিন দিনের পূর্ণাঙ্গ অধিবেশন রয়েছে কংগ্রেসের । তার আগেই দলীয় নেতাদের ঠিকানায় ইডির অভিযানে চক্রান্তের গন্ধ পাচ্ছে কংগ্রেস । কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন,’আমাদের ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশনের তিন দিন আগে রায়পুরে ভোর ৫টা থেকে ছত্তিশগড়ে কংগ্রেসের বেশ কয়েকজন নেতার বাড়িতে ইডি অভিযান চালাচ্ছে । এটি প্রতিহিংসার রাজনীতি ।’।