এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ জানুয়ারী : সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করলেন ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী । আজ বুধবার কলকাতা হাইকোর্টে সন্দেশখালি মামলায় ইডির পক্ষে ধীরাজ ত্রিবেদী ছাড়াও আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) এসভি রাজু । রাজ্যের তরফে ছিলেন অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত এবং আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় ।
ইডির আইনজীবীর কাছে বিচারপতির জানতে চান, ‘একটা ক্ষমতাশালী কেন্দ্রীয় সংস্থা হয়ে আপনারা শাহজাহান শেখকে ধরতে পারছেন না কেন ? কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়েও ধরতে পারছেন না ? তাহলে সিবিআই যে তাকে গ্রেপ্তার করতে পারবে, এটা কি করে ধরে নিচ্ছেন ?’
উত্তরে ইডির আইনজীবী জানান,’ওসামা বিন লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান। তারপরও বিগত ১২ দিন ধরে পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না ?’
প্রসঙ্গত,এর আগে শাহজাহানের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । আজ শুনানির সময় এই বিষয়ে রাজ্যের আইনজীবী বিচারককে জানান, শাহজাহানের বাড়ির সামনে ১০টি সিসিটিভি লাগানো হয়েছে । তবে এখনো পর্যন্ত পুলিশ শাহজাহানকে কেন গ্রেফতার করতে পারল না ? আদালতের এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি রাজ্য সরকারের আইনজীবী ।
জানা গেছে,এদিন আদালত সিবিআই এবং রাজ্যকে একজন করে এসপি পদমর্যাদার অফিসারের নাম জানাতে বলেছে । দুপুর ২টোর মধ্যে ওই দুই নাম আদালতে জমা দিতে বলা হয়েছে । নাম জমা দেওয়ার পর বিকেল ৪ টায় রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট ।।