এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২০ ডিসেম্বর :’পানামা পেপার’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজির হলেন বলিউডের অভিনেত্রী তথা বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য্য রাই বচ্চন । যেখানে তাঁকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (ফেমা) অধীনে প্রায় ৫ ঘণ্টা জেরা করা হয় । এর আগেও ঐশ্বর্য্যকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ বার সমন পাঠিয়েছিল ইডি । এই ঘটনায় ইতিমধ্যে অভিষেক বচ্চনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে । এদিন ঐশ্বর্য্য রাই বচ্চন ইন্ডিয়া গেটের কাছে অবস্থিত ইডি অফিসে হাজির হয়ে এজেন্সির কাছে কিছু নথিও তুলে দিয়েছেন বলে জানা গেছে ।
প্রসঙ্গত,এই মামলাটি ২০১৬ সালে ওয়াশিংটনের ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (ICIJ) দ্বারা ‘পানামা পেপারস’ নামে পরিচিত পানামার আইন সংস্থা মোসাক ফনসেকার রেকর্ডের তদন্ত সম্পর্কিত । যা ‘পানামা পেপারস’ নামে পরিচিত। এতে অনেক বিশ্বনেতা ও সেলিব্রেটির বিরুদ্ধে কর ফাঁকি দিয়ে বিদেশে অর্থ জমা করার অভিযোগ উঠেছে । ভারতে ফিল্ম তারকা এবং শিল্পপতি মিলে ৫০০ জনের নাম রয়েছে । রয়েছে অমিতাভ বচ্চন এবং ঐশ্বর্য্য রাইসহ অনেক ভারতীয় সেলিব্রিটির নামও । বর্তমানে দেশে এই সম্পর্কিত ৪২৬ মামলা চলছে । বচ্চন পরিবার সম্পর্কিত মামলার তদন্ত চলছে ২০১৬-১৭ সাল থেকে । শুরুর দিকে বচ্চন পরিবারকে ২০০৪ সাল থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের Liberalized Remittance Scheme (LRS) এবং ফেমার (FEMA) অধীনে নিয়ন্ত্রিত তাদের বিদেশী রেমিট্যান্সগুলি ব্যাখ্যা করতে বলে একটি নোটিশ জারি করা হয় ৷ বচ্চন পরিবার সেই সময় এজেন্সির কাছে কিছু নথিপত্র জমা দিয়েছিল ।।