এইদিন ওয়েবডেস্ক,জম্মু ও কাশ্মীর,০৪ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । এবারে জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা শাবির আহমেদ শাহের শ্রীনগরের একটি বাড়ি সন্ত্রাসবাদী কার্যকলাপের অর্থায়নের সাথে যুক্ত একটি মামলায় অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে ইডি সংযুক্ত করেছে । শ্রীনগরের সনত নগর এলাকার বটশাহ কলোনিতে অবস্থিত ওই বাড়িটির আনুমানিক মূল্য ২১.৮০ লক্ষ টাকা । ২০০২ সালের প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA), 2002-এর অধীনে শ্রীনগরে শাবির আহমেদ শাহের ওই বাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইডি ।
ইডি জানিয়েছে,তদন্তে জানা গেছে জম্মু ও কাশ্মীরে পাথর নিক্ষেপ, মিছিল, বিক্ষোভ, বন্ধ, হরতাল এবং অন্যান্য নাশকতামূলক কার্যকলাপের মাধ্যমে কাশ্মীর উপত্যকায় অশান্তি সৃষ্টিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন শাবির আহমেদ শাহ । এছাড়া পিএমএলএর অধীনে একটি তদন্তে জানা গেছে যে শাবির আহমেদ শাহ সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিন (এইচএম) এবং পাকিস্তানে অবস্থিত অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনের পাশাপাশি হাওয়ালা এবং অন্যান্য বিভিন্ন উপায়ে পাকিস্তানি সংস্থার কাছ থেকে তহবিল সংগ্রহের সাথে জড়িত ছিলেন । আর ওই সমস্ত অর্থ জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করা হয়েছিল ।
ইডি সুত্রে খবর, শ্রীনগরে শাবির আহমেদ শাহের ওই বাড়িটি ২০১৭ সালের ৩০ মে নথিভুক্ত মানি লন্ডারিং মামলায় সংযুক্ত করা হয়েছিল । ওই মামলায় আইপিসি এবং ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) বিভিন্ন ধারায় শাবির আহমদ শাহ এবং লস্কর-ই-তৈয়বার সহ প্রতিষ্ঠাতা হাফিজ মুহাম্মদ সাইদ এবং অন্যান্যদের নাম উল্লেখ রয়েছে ।।