এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,৩০ এপ্রিল : কনম্যান সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) মানি লন্ডারিং মামলায় ফের বিপাকে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)৷ এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিনেত্রীর ৭ কোটি টাকার অধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বলে খবর । তার মধ্যে রয়েছে জ্যাকলিনের নামে ৭.১২ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ।
মানি লন্ডারিং মামলায় আন্ডারট্রায়াল হিসাবে জেলে থাকাকালীন সুকেশ চন্দ্রশেখর নিজেকে একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিক হিসাবে দাবি করে রেলিগেয়ার এন্টারপ্রাইজের(Religare enterprises) মালিক শিবিন্দর মোহন সিংয়ের(Shivinder Mohan Singh) স্ত্রী অদিতি সিংয়ের কাছ থেকে ২০০ কোটি টাকা তোলাবাজি করেছিলেন বলে অভিযোগ। সুকেশ অদিতি সিংকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি শিবিন্দরের জামিনের ব্যাবস্থা করে দেবেন । তারপর সুকেশ এবং তার স্ত্রী, অভিনেত্রী লীনা মারিয়া পল তোলাবাজির ওই টাকা পাচারের জন্য হাওয়ালা রুট এবং শেল কোম্পানিগুলি ব্যবহার করেছিলেন ।
জেল থেকে তোলাবাজির র্যাকেট চালানোর অভিযোগে সুকেশ চন্দ্রশেখর এবং তার স্ত্রীকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) অধীনে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । এমনকি জেল কর্তৃপক্ষকে ঘুঁষ দেওয়ারও অভিযোগ রয়েছে
সুকেশের বিরুদ্ধে । গত বছরের ডিসেম্বরে পিএমএলএ আইনের (PMLA Act) অধীনে একটি চার্জশিট দাখিল করেছিল ইডি ৷
এই মামলার সাক্ষী হিসাবে চার্জশিটে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফাতেহিসহ কয়েকজন বলিউড অভিনেতার নাম উল্লেখ করাছিল । তাঁরা সুকেশের সঙ্গে দেখা করতে জেলে আসতেন বলে অভিযোগ । ইডির অনুমান জ্যাকলিন তোলাবাজির টাকা থেকে সুকেশের কাছ থেকে প্রায় ৫.৭১ কোটি টাকার উপহার পেয়েছিলেন । এছাড়াও সুকেশ জ্যাকলিনের পরিবারের সদস্যদের প্রায় দেড় কোটি টাকা নগদ দিয়েছিলেন বলে জানতে পেরেছে ইডি ।।