এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৯ এপ্রিল : অর্থপাচার মামলায় অ্যামওয়ে (Amway) ইন্ডিয়া এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কোম্পানির ৭৫৭.৭৭ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অস্থায়ীভাবে ক্রোক করল ইডি । তার মধ্যে ৪১১.৮৩ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং অ্যাময়ের ৩৬ টি বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলে মোট ৩৪৫.৯৪ টাকা অন্তর্ভুক্ত রয়েছে । মাল্টি-লেভেল মার্কেটিং-এর ‘পিরামিড’ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে এই কোম্পানিটির বিরুদ্ধে । সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) টুইটার হ্যান্ডেলে এই খবর দেওয়া হয় । জানা গেছে, ক্রোক করা সম্পদের মধ্যে তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলার (Dindigul district) আমওয়ের জমি, কারখানা, গাছপালা, যন্ত্রপাতি, যানবাহন এবং ফিস্কড ডিপোজিট অন্তর্ভুক্ত রয়েছে বলে ইডি সুত্রে জানা গেছে ।
ইডি সুত্রে জানা গেছে, ‘মাল্টি-লেভেল মার্কেটিং পিরামিড’-এর ব্যবসার মূল লক্ষ্য হল সদস্য সংখ্যা বাড়িয়ে যাওয়া । আর মূলত এই বিষয়ের উপর জোর দেয় অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামে এই কোম্পানিটি । তার তুলনার পণ্যের উপর তাদের নজর থাকে না বললেই চলে । পণ্যের আড়ালে চলে মূলত ‘মাল্টি-লেভেল মার্কেটিং পিরামিড’-এর ব্যবসা । আর এইভাবে বিগত প্রায় ২৬ বছর ধরে ভারত থেকে মোটা টাকা কামিয়েছে এই কোম্পানীটি ।
একটি রিপোর্ট অনুযায়ী,১৯৯৬-৯৭ সালে মাত্র ২১.৩৯ কোটি টাকার শেয়ার মূলধন নিয়ে ভারতের বাজারে প্রবেশ করেছিল অ্যামওয়ে । ২০০২-০৩ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত মোট ২৭,৫৬২ কোটি টাকা ভারত থেকে আয় করেছে কোম্পানিটি । তার মধ্যে আমেরিকা ও ভারতে কোম্পানির ডিস্ট্রিবিউটর ও মেম্বাদের ৭৫৮৮ কোটি টাকা কমিশন মিটিয়েছে । বিনিয়োগকারী এবং মূল সংস্থার লভ্যাংশ, রয়্যালটি এবং অন্যান্য অর্থপ্রদানের নামে ২০২০-২১ অর্থবর্ষে ২,৮৫৯.১০ কোটি টাকা বাইরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইডি । তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, তারা যখন অর্থ পাচারের তদন্ত করছিল তখন অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কোম্পানির আর্থিক কেলেঙ্কারির বিষয়টি তারা জানতে পারে ।।