দিব্যেন্দু রায়,বর্ধমান,২৪ সেপ্টেম্বর : ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জয় করল পূর্ব বর্ধমানের ঈশানী গুপ্ত । নয়াদিল্লির কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেসনস-এর পরিচালনায় এবং ক্যারাটে-ডো এসোসিয়েশন অফ বেঙ্গলের তত্ত্বাবধানে “সিআইএসসিই ন্যাশনাল ক্যারাটে টুর্নামেন্ট ফর গার্লস ২০২৩” এর আসর বসেছিল কলকাতায় । কলকাতার ঠাকুরপুকুরের জেমস একাডেমিয়া ইন্টারন্যাশনাল স্কুলে শনি ও রবিবার এই দু’দিন ধরে চলে প্রতিযোগিতা । রাজ্যের বিভিন্ন প্রান্তের শতধিক প্রতিযোগী তাতে অংশগ্রহণ করে । তাদের মধ্য থেকে ঈশানী অনূর্ধ্ব ১৪ বছরের ৪২-৪৬ কেজি মহিলা কুমি বিভাগে স্বর্ণ পদক জিতেছে বলে জানিয়েছেন তার প্রশিক্ষক রেনসি দেবাশীষ কুমার মন্ডল ।
বর্ধমান শহরের বেচারহাটের শ্রীপল্লীর বাসিন্দা পার্থ গুপ্ত ও সোমা গুপ্তর দুই মেয়ের মধ্যে বড় মেয়ে ঈশানি । সে বর্ধমান সেন্ট পলস একাডেমির নবম শ্রেণীর ছাত্রী । বিগত ৭ বছর ধরে সে বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডলের কাছ থেকে ক্যারাটের প্রশিক্ষণ নিচ্ছিল ।
দেবাশীষবাবু বলেন,’চলতি বছরের ২২ ও ২৩ জুন কলকাতার টালিগঞ্জের পিবি একাডেমিক স্কুলে অনুষ্ঠিত “সিআইএসসিই রিজিওনাল ক্যারাটে টুর্নামেন্ট ২০২৩ (ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট রিজিয়ন)”-এ অনূর্ধ্ব ১৪ বছরের ৪২-৪৬ কেজি মহিলা কুমি বিভাগে সোনা জয়ের সুবাদে ঈশানী সিআইএসসিই ন্যাশনালে খেলার সুযোগ পেয়েছে । স্কুল গেমস ফেডেরেশন অফ ইন্ডিয়ার ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হওয়া খুবই গর্বের বিষয় । আমরা ঈশানীর এই পারফরম্যান্সে গর্বিত ।’।