এইদিন স্পোর্টস নিউজ,১১ মার্চ : আয়োজিত হল পূর্ব বর্ধমান পঞ্চম ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যম্পিয়নশিপ ২০২৪ । রবিবার বর্ধমান শহরের বাদামতলার শ্রী অরবিন্দ স্টেডিয়ামে এই ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয় । ক্যারাটে-ডো এসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হানসি প্রেমজিত সেন ও মহাসচিব হানসি জয়দেব মন্ডল এর নির্দেশনায় এবং বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশনের পরিচালনায় আয়োজিত এই প্রতিযোগিতায় কালনা,কাটোয়া, বর্ধমান উত্তর ও দক্ষিন মিলে চারটি মহকুমা থেকে মোট ১০৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল । এশিয়ান ক্যারাটে ফেডারেশনের একজন এবং ক্যারাটে ইণ্ডিয়া অরগানাইজেশনের ৬ জন বিচারক ছিলেন । পদক তালিকায় বর্ধমান সদর উত্তর প্রথম ও কাটোয়া দ্বিতীয় হয়েছে ।
জেলা ক্যারাটে সংস্থার মহাসচিব রেনসি দেবাশীষ কুমার মন্ডল বলেন,’প্রতিযোগিতার প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা আগামী এপ্রিল মাসে হাওড়ায় অনুষ্ঠিত রাজ্য ক্যারাটে প্রতিযোগীতার জন্য নির্বাচিত করা হবে। গতবারের মত রাজ্য, জোনাল এবং জাতীয় স্তরের অফিসিয়াল ক্যারাটে প্রতিযোগীতায় জেলার খেলোয়ারদের সাফল্য নিয়ে আমরা সকলে খুব আশাবাদী।’ রবিবার ছুটির দিন হওয়ায় বাদামতলার অরবিন্দ স্টেডিয়ামে ক্যারাটে প্রতিযোগিতা দেখতে দর্শকের নজরকাড়া উপস্থিতি ছিল ।।