প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ মার্চ : বিধানসভা ভোটের প্রাক্কালে বোমা ও বাজি উদ্ধারে অভিযান জোরদার করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ । জেলার খণ্ডঘোষ ওমেমারি থানার পুলিশের অভিযানে উদ্ধার হল প্রচুর শব্দ বাজি ও বাজি তৈরির মশলা । এই ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে । অভিযান জারি থাকবে বলে পুলিশ জানিয়েছে ।
পুলিশ জানিয়েছে ,খণ্ডঘোষ থানার শুক্রবার রাতে কেন্দুর গ্রামে দু’টি বাজি কারখানায় অভিযান চালায় ।পুলিশি অভিযানে সেখান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বাজি ও বাজি তৈরির উপকরণ। ওই সমস্তকিছু বাজেয়াপ্ত করার পাশাপাশি পুলিশ বাজি কারবারে জড়িত টোটন পাল ও রত্নেশ্বর পাল নামে দুজনকে গ্রেপ্তার করে।পুলিশ দাবি খণ্ডঘোষের দুটি বাজি কারখানা থেকে ৭৫ টি চকলেট বোম , ৪৬৫ টি রংমশাল ,৪২ টি তুবড়ি ,১৫ টি রকেট, বেশ কিছু প্যাকেট ফুলঝুরি ও ১ কেজি ৩০০ গ্রাম গান পাউডার উদ্ধার হয়েছে। পুলিশ দাবি করেছে টোটন পাল ও রত্নেশ্বর পাল বাজি তৈরির কোন বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ এই দুই ধৃতকে শনিবার পেশ করে বর্ধমান আদালতে ।
অন্যদিকে এদিন দুপুরে এসডিপিও (বর্ধমান দক্ষিন )আমিনুল ইসলাম খানের নেতৃত্বে মেমারি থানার পুলিশ গ্রাম দেবীপুর ও ডাঙ্গাপাড়ায় বাজির কারবারী ডেরায় হানাদেয় ।পুলিশের দাবি দুটি জায়গা থেকে মোট ১১ কুইন্টাল ১৮ কেজি বাজি ও প্রচুর মরিমাণ বাজি তৈরির মশলা উদ্ধার হয়েছে । পুলিশ জানিয়েছে ,গ্রাম দেবীপুরের একটি হার্ডওয়ার দোকান ও ডাঙ্গাপাড়ার একটি পরিত্যক্ত ঘর থেকে ওইসব বাজি ও বাজি তৈরির মশলা উদ্ধার হয়েছে । বাজি মজুত সংক্রান্ত বৈধ কোন নথি দেখাতে না পারায় পুলিশ হার্ডওয়্যার দোকানের মালিককে প্রবীর পাঁজাকে গ্রেপ্তার করা করেছে ।পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন , মেমারির বাসিন্দারা ।।