দিব্যেন্দু রায়,পূর্ব বর্ধমান,০৪ এপ্রিল : এদিন সোমবার জোড়া দূর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলায় । দূর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে ৩ জন । ওই দুই দূর্ঘটনায় নিহতের পরিবার ও আহতদের এককালীন আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করার জন্য পরিবহন দপ্তরের কাছে আবেদন জানালো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ।
এদিন প্রথম দূর্ঘটনাটি ঘটেছে সকাল প্রায় ৫.১০ নাগাদ পূর্ব বর্ধমানের ঝিঙ্গুটি এলাকায় বর্ধমান-বোলপুর জাতীয় সড়কে । বেপরোয়া গতির একটি পাথর বোঝাই ডাম্পার একটি যাত্রীবাহী টোটোকে পিষে দিলে চালক ছাড়াও একই পরিবারের ৪ সদস্যের মৃত্যু হয় । দ্বিতীয় দূর্ঘটনাটি
বিকাল প্রায় ৩.৩০ মিনিট নাগাদ গলসী থানার সারুলে ঘটে । ওই দূর্ঘটনায় একজনের মৃত্যু হয় । আহত হয়েছে ৩ জন । আহতরা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে,দুই দূর্ঘটনায় মৃতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ব্যবস্থা করার জন্য
রাজ্য পরিবহন দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছে ৷।