এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,১৮ এপ্রিল : রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় ২ টি সোনাসহ ৬ টি পদক ছিনিয়ে নিয়ে এল পূর্ব বর্ধমানের প্রতিযোগীরা । ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর পরিচালনায় এবং রাজ্য ক্যারাটে সংস্থার সভাপতি হানসি প্রেমজিত সেন ও সম্পাদক কিওশি জয়দেব মণ্ডলের সহযোগিতায় ‘২৪তম ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২২’-এর আসর বসেছিল কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে । প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের সমবায় মন্ত্রী অরূপ রায় এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জী ।
গত ১৬ ও ১৭ এপ্রিল এই দু’দিন ধরে চলে প্রতিযোগিতা । পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ১০০০ জন প্রতিযোগী তাতে অংশগ্রহণ করে । সাব-জুনিয়র, ক্যাডেট, জুনিয়র,অনুর্ধ ২১ এবং সিনিয়র বিভাগের কাতা, কুমিতে, টিম কাতা এবং টিম কুমিতে মিলিয়ে সর্বমোট ১০৫ টি বিভাগের প্রতিযোগিতা হয় । এশিয়ান ক্যারাটে ফেডারেশনের ৭ জন এবং জাতীয় স্তরের ৮০ জন প্রশিক্ষক প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেন ।
বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন,এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ১৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তারা ২ টি সোনা, ২ টি রুপো এবং ২ টি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে । তিনি জানান,পদক বিজেতাদের মধ্যে বালকদের ৯ বছর এবং ২৩ কেজি কুমি বিভাগে সোনা জিতেছে ধ্রুবজিত দত্ত । ঈশানী গুপ্তা বালিকাদের ১২ বছর এবং ৪০ কেজি কুমি বিভাগে সোনা জিতেছে । মহিলাদের অনূর্ধ্ব ২১ বছরের এবং ৪৫ কেজি কুমি বিভাগে রুপো পেয়েছেন সৃজা দাস । মহিলাদের অনূর্ধ্ব ২১ বছর এবং ৬৮ কেজি কুমি বিভাগ থেকে নৌরিন আহমেদ রুপো জিতেছেন । দুটি ব্রোঞ্জ পদক এসেছে বালিকাদের অনুর্ধ ১২ বছর এবং বালকদের অনুর্ধ ১৪/১৫ বছর বিভাগ থেকে । পদক দুটি জিতেছে যথাক্রমে শ্রেয়সী ঘোষ এবং সোহান মুখার্জী ।
দেবাশিসবাবু বলেন,’কোভিড পরিস্থিতি কাটিয়ে দীর্ঘসময় পর রাজ্য ক্যারাটে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হল । এই প্রতিযোগিতার সকল পদক বিজয়ীরা আসন্ন ইস্ট ইন্ডিয়া জোনাল ক্যারাটে প্রতিযোগিতায় এবং স্বর্ণপদক বিজয়ীরা আসন্ন জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে । রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার প্রতিযোগীদের এই সাফল্যে আমি খুবই খুশি । সকলকে আগামী প্রতিযোগিতার জন্য আগাম শুভকামনা জানাই ।’।