প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০১ নভেম্বর : কালীপুজোর রাতে পৃথক পথ দুর্ঘটনার বলি হলেন ৫ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ২ জন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাগুলি ঘটেছে পূর্ব বর্ধমানের নাদনঘাট ও জামালপুর থানা এলাকায় । নাদনঘাট থানা এলাকায় হওয়া দুর্ঘটনায় মৃতরা হলেন আবদুল সেলিম মোল্লা, নামাজ আলি মণ্ডল, আবু বক্কর সিদ্দিকি মণ্ডল ও আরিফ শেখ। আর জামালপুর থানা এলাকায় হওয়া দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম নেপাল মাঝি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গুলি আটক করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয়দের কথায় জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত পৌনে ৯টা নাগাদ কালনা- কাটোয়া এসটিকেকে রোড ধরে একটি সবজি বোঝাই বোলেরো গাড়ি কালনা থেকে নবদ্বীপের দিকে যাচ্ছিল।ওই সময়ে একটি বাইকে চেপে আবদুল সেলিম মোল্লা,নামাজ আলি মণ্ডল, আবু বক্কর সিদ্দিকি মণ্ডল ও আরিফ শেখ নামে চার যুবক উল্টোদিক থেকে আসাছিল। কালনার দিকে যাওয়ার সময় নাদঘাট থানার হাটসিমলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় এক মহিলাকে ধাক্কা মেরে বাইক আরোহীরা পথের উপর ছিটকে পড়ে যায়।সেই মহুর্তেই উল্টো দিকে যাওয়া সবজি বোঝাই বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ সামলাতে না পেরে বাইকে ধাক্কা মেরে বাইক আরোহীদের পিষে দেয়। রক্তাক্ত অবস্থায় ওই মহিলা ও ৪ বাইক আরোহীকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৪ বাইক আরোহীকে মৃত ঘোষণা করেন ।জখম মহিলা আশঙ্কাজনক অবস্থায় কালনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মহিলার নাম পরিচয় দুর্ঘটনার রাতে জানতে পারা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, বেপরোয়া গতী’ই এতবড় দুর্ঘটনার মূখ্য কারণ ।
কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস রাতে জানান,হাসপাতালে নিয়ে আসা দুর্ঘটনায় জখম ৪ জনকেই মৃত ঘোষণা করা হয়েছে। জখম অপর আরএক জনের অবস্থা আশঙ্কাজনক । তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে বলে সহকারী সুপার জানান । কালনার মহকুমা পুলিশ আধিকারিক রাকেশ কুমার চৌধুরি জানিয়েছেন,পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়েছে।
একই রাতে আরও একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে জামালপুর থানার চকদিঘী এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজো দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাইকে চপে জামালপুরে এসেছিলেন সুখেন রায়।তিনি জামালপুরের জারোগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ মোহনপুর গ্রামের বাসিন্দা। কালী পুজো দেখা শেষ হলে রাতে তিনি তাঁর বাইকে চেপে মেমারি তারকেশ্বর রোড ধরে বাড়ি ফিরছিলেন। ফাঁকা রাস্তায় একটু বেশী গতীতেই তিনি বাইক চালাচ্ছিলেন । পথে চকদিঘী এলাকায় তখন রাস্তা পার হচ্ছিলেন বছর ৬০ বয়সী স্থানীয় বাসিন্দা নেপাল মাঝি।ওই সময় নিয়ন্ত্রণ সামলাতে না পেরে বাইক নিয়ে সজোরে নেপাল মাঝিকে ধাক্কা মেরে ছিটকে পড়েন সুখেন রায়। এই ঘটনায় দু’জনেই মারাত্মক জখম হন । তাঁদের উদ্ধার করে জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন নেপাল মাঝির মৃত্যু হয়।শারীরিক অবস্থা সংকটজনক থাকায় সুখেন রায়কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি জামালপুর থানার পুলিশ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।।