এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২২ জুন : আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নুন্যতম ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । বুধবার (২২ জুন) ভোরের এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর খোস্ত থেকে ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত । কেন্দ্রস্থল থেকে অন্তত ৫০০ কিলোমিটার পর্যন্ত ভূমিকম্পটি অনুভূত হয়েছে । এমনকি পাকিস্তান ও ভারতেও এর আঁচ পাওয়া গেছে । ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৮ অনুমান করেছে । ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল খোস্ত প্রদেশের ৫ কিলোমিটার গভীরে এবং মাটির ৫ কিলোমিটার নিচে । ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে কাবুল ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকেও কেঁপে ওঠে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করা বহু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের উদ্ধার করতে দেখা গেছে । পাশাপাশি দেখা গেছে ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়ি-ঘরের দৃশ্য । আফগানিস্তানের স্থানীয় এক সরকারি আধিকারিক বলেছেন, ‘মৃতের সংখ্যা ২৫০ জনের বেশি বাড়তে পারে । এযাবৎ ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে ।।