এইদিন ওয়েবডেস্ক,কাঠমান্ডু,০৭ অক্টোবর : আজ শনিবার সকালে ফের ভুমিকম্প হয়েছে নেপালে । নেপালের সুদূর পশ্চিমের হিমালয় জেলা বাঝাং-এ আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। নেপালের জাতীয় ভূমিকম্প পরিমাপ ও গবেষণা কেন্দ্রের মতে, সকাল ১১টা ৪৫ মিনিটে রিখটার স্কেলের ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়। এর আগে মঙ্গলবার দুপুর ২ঃ৪০ মিনিটে, বাজহাঙের তালকোটে এর কেন্দ্রস্থলে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল । এরপর থেকে একটানা আফটারশক হচ্ছে ।
গতকাল নেপালের প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ একটি দল ভূমিকম্পে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য বাঝাং গিয়েছিলেন । কিন্তু এখানো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান স্পষ্ট নয় ।।