এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,০৯ জুলাই : অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টির পর ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে । শুক্রবার সন্ধ্যা প্রায় ৫.২১ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরে এই ভূমিকম্পটি হয় বলে জানা গেছে । তবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মেঘ ভাঙা বৃষ্টি এবং ভূমিকম্পের ঘটনা প্রায় একই সময়ে হয়েছে বলে খবর ।
জানা গেছে,শুক্রবার অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টির কারনে ১৫ জন পূণ্যার্থীর মৃত্যু হয়েছে । অনেক তাঁবু ভেসে গেছে । এছাড়া প্রায় ৪৮ জন পূণ্যার্থী আহত হয়েছে । দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই এনডিআরএফ দল সহ প্রশাসনিক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে । তীর্থযাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ।
জম্মু কাশ্মীরের গান্ডারবালের সিএমও ডঃ এ শাহ জানিয়েছেন, ঘটনাস্থলে ২৮ জন চিকিৎসক, ৯৮ জন প্যারামেডিক, ২৬ টি অ্যাম্বুলেন্স এবং এস ডি আর এফ (SDRF) টিম উপস্থিত রয়েছে ।।