এইদিন ওয়েবডেস্ক,তিরুবনন্তপুরম,২৫ আগস্ট : হেলমেট ছাড়া বাইক চালানো ডিওয়াইএফআই নেতাকে জরিমানা করায় কেরালার তিরুবনন্তপুরমের পেট্টার একটা থানায় হামলা চালিয়েছে সিপিএমের ক্যাডার বাহিনী । সিপিএমের জেলা সম্পাদক ভি.জয় এবং সুপরিচিত নেতাদের নেতৃত্বে হামলা সত্ত্বেও এফআইআর-এ একজনেরও নাম অন্তর্ভুক্ত করা হয়নি । মামলা দায়েরের দুদিন পেরিয়ে গেলেও কোনও সিপিএম নেতাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি । অভিযোগ উঠছে, হামলাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলে পুলিশ সদস্যদের বদলির হুমকি দিচ্ছে কেরালার শাসকদল সিপিএম । এমনকি শীর্ষ পুলিশ কর্মকর্তারা সিপিএমের হুমকির কাছে নতি স্বীকার করে তিন পুলিশ সদস্যকে বদলি পর্যন্ত করেছে বলে মনোরমা টিভির প্রতিবেদনে জানা গেছে ।
প্রসঙ্গত,ডিওয়াইএফআই এরিয়া সেক্রেটারি হেলমেট ছাড়াই বাইক চালানোয় আইন অনুসারে তার কাছ থেকে জরিমানা আদায় করেছিল কেরালার ট্রাফিক পুলিশ । আর সেই অপরাধে তিরুবনন্তপুরম জেলা সম্পাদক ভি.জয়ের নেতৃত্বে তার ক্যাডার বাহিনী থানায় হামলা চালায় । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় । কিন্তু ওই হামলার ঘটনায় এফআইআর-এর কোথাও সিপিএম বা ডিওয়াইএফআই কর্মীদের নাম লেখা হয়নি বলে অভিযোগ । এফআইআর-এ শুধু ২০ জনকে দেখা গেছে বলে লেখা হয়েছে । ওই মামলায় আজ সন্ধ্যার মধ্যে কমিশনারের কাছে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে বলে প্রতিবেদনে জানা গেছে ।।