এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২২ মে : এসএসসি-র নিয়োগে দুর্নীতি মামলার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষস্থানীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) । ফলে বেকায়দায় পড়ে গেছে শাসকদল । আর এদিকে তাদের চেপে ধরেছে বিজেপি ও সিপিএম । এসএসসি নিয়োগ দূর্নীতিতে যুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছে এই দুই বিরোধীদল ।
রবিবার বিকেলে এনিয়ে পথে নামলো সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর পূর্ব বর্ধমান জেলার ভাতার ১ ও ২ আঞ্চলিক কমিটি । সংগঠনের তরফ থেকে পোড়ানো হল মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা । তারপর তারা ‘চোর ধরো /জেল ভরো’ শ্লোগান তুলে ভাতার বাজারে একটি মিছিল বের করে । মিছিল শেষে ভাতার বাজারের নাসিগ্রাম মোড়ে এসে বর্ধমান-কাটোয়া রোড অবরোধ করা হয় । যদিও অল্প কিছুক্ষণ পরে তারা নিজেতাই অবরোধ তুলে নেয় । এদিনের ডিওয়াইএফআই-এর কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলার যুব নেতা টিয়া আলম, শুভাশীষ মিত্র,মনিরুল কাদের,সজল মন্ডল,শেখ সাদ্দাম, আতাউর রহমান প্রমুখ ।।