দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ জুন : বর্ধমান-কাটোয়া রেল লাইনে প্রতি ঘন্টায় ট্রেনের দাবি তুললো বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই (Democratic Youth Federation of India)। সংগঠনের পূর্ব বর্ধমান জেলার ভাতার ১ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সোমবার বিকেলে ভাতার থানার বলগোনা বাজারে মিছিল ও বলগোনা রেলস্টেশনের সামনে এনিয়ে বিক্ষোভ সভার আয়োজন করা হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর যুব নেতা শুভাশীষ মিত্র, সফিউল আলম,শেখ সাদ্দাম, সজল মন্ডল,আশিক ইকবাল,রাজিব বৈরাগ্য প্রমুখ ।
বিক্ষোভ শেষে সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবিতে বলগোনা স্টেশন মাষ্টার কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় । ডিওয়াইএফআই দাবি তোলে, বর্ধমান-কাটোয়া রেললাইনে আপ-ডাউন লোকাল ট্রেন ১ ঘন্টা অন্তর ট্রেন চালু করতে হবে । রেলের জায়গায় যারা ব্যাবসা করছেন তাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না । প্রতিটি রেলস্টেশনে পর্যাপ্ত ঠান্ডা পানীয় জল এবং পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগারের ব্যাবস্থা করতে হবে । এছাড়া ভারতীয় রেলের আশি হাজার পদ অবলুপ্তি করা যাবে না বলে দাবি তুলেছে ডিওয়াইএফআই ।।