শেখ মিলন,ভাতাড়(পূর্ব বর্ধমান),১৫ ফেব্রুয়ারী : কর্মসংস্থানের দাবিতে নবান্ন অভিযানে গিয়ে পুলিশের বেপরোয়া লাঠি চার্জের জেরে দলীয় কর্মী কোতুলপুরের বাসিন্দা মইদুল ইসলাম মিদ্দ্যা মারা গিয়েছিল বলে অভিযোগ সিপিএমের । তারই প্রতিবাদে ও দোষী পুলিশকর্মীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোমবার ভাতার থানা ঘেরাও ও পথ অবরোধ কর্মসূচি পালন করল সিপিএমের শাখা সংগঠন ডিওয়াইএফআই । উপস্থিত ছিলেন যুব নেতা শুভাশিষ মিত্র, টিয়া আলম, শেখ সাদ্দাম
ছাত্র নেতা আশিক ইকবাল সঞ্জু ও চিন্ময় কর্মকারসহ সংগঠনের বেশ কিছু সদস্য ।
এদিন বিকেলে ভাতার বাজারে সিপিএমের দলীয় কার্যালয় থেকে সিপিএমের এই যুব সংগঠনের সদস্যরা একটি মিছিল বের করে । মিছিলটি ভাতার বাজার পরিক্রমা করে ভাতার থানায় আসে ৷ ভাতার থানা ঘেরাও করে সিপিএমের এই শাখা সংগঠনের সদস্যরা । পাশাপাশি ভাতার থানার সামনে বর্ধমান-কাটোয়া সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয় । পোড়ানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল । শেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় । এরপর ভাতাড় বাজারের নাসিগ্রাম মোড়ে একটি পথসভা করা হয় । ওই পথসভায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এই বাম সংগঠনের নেতারা ।।