এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১১ অক্টোবর : দেশের ৫০ তম প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় (ডিওয়াই চন্দ্রচূড়) । গত শুক্রবার আইনমন্ত্রী কিরেন রিজিজু সিজেআই ইউইউ ললিতকে একটি চিঠি লিখে তাঁর কাছে পরবর্তী সিজেআই-এর নাম জানতে চেয়েছিলেন । এরপর প্রধান বিচারপতি উত্তরসূরি হিসেবে মঙ্গলবার ডিওয়াই চন্দ্রচূড়-এর নাম সুপারিশ করেছেন । উল্লেখ্য,নিয়ম অনুযায়ী দেশের বর্তমান বিচারপতি যার নাম সুপারিশ করেন তিনিই হন দেশের পরবর্তী প্রধান বিচারপতি । সিজেআই ইউইউ ললিতের মেয়াদ শেষ হচ্ছে ৮ই নভেম্বর । ঠিক তার পরের দিন সিজেআই হিসাবে শপথ নেবেন ডিওয়াই চন্দ্রচূড় । তাঁর কার্যকাল হবে ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত ।
বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ১৯৫৯ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন । দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেছেন । তিনি ১৯৯৮ সালে বম্বে হাইকোর্ট কর্তৃক সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনীত হয়েছিলেন । তিনি দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেলও ছিলেন । চন্দ্রচূড় ২০১৬ সালের ১৩ মে থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি দায়ত্বে রয়েছেন । তার আগে তিনি এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিও ছিলেন । বিচারপতি চন্দ্রচূড়ের পিতা যশবন্ত বিষ্ণু চন্দ্রচূদ ছিলেন দেশের ১৬ তম প্রধান বিচারপতি । তাঁর কার্যকাল ছিল ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ১৯৮৫ সালের ১১ জুলাই । ভারতের প্রধান বিচারপতি হিসেবে এটাই এখন পর্যন্ত দীর্ঘতম মেয়াদ । বাবার অবসর নেওয়ার ৩৭ বছর পর এখন একই চেয়ারে বসতে চলেছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ।।
ছবি :সৌজন্যে ট্যুইটার ।