এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ অক্টোবর : গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছিলেন যে ডিভিসি ইচ্ছাকৃত চক্রান্ত করে মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে জল ছেড়ে উৎসবের সময় পশ্চিমবঙ্গকে প্লাবিত করতে চাইছে৷ তিনি জল ছাড়াকে “লজ্জাজনক, অসহনীয়, অগ্রহণযোগ্য” বলেও মন্তব্য করেন । যদিও মমতার সেই দাবি আজ শনিবার নস্যাৎ করে দিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল । সেই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তুললেন ।
গতকাল মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘ডিভিসি কর্তৃক একতরফা এবং ইচ্ছাকৃতভাবে জল ছাড়ার সর্বশেষ আপডেট হল যে তারা আজ সন্ধ্যার মধ্যে মাইথন এবং পাঞ্চেত বাঁধ ইত্যাদি থেকে ১,৫০,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে যাতে উৎসবের সময় আমাদের পশ্চিমবঙ্গ প্লাবিত হয়। লক্ষ লক্ষ মানুষ যখন পূজায় ব্যস্ত থাকে তখন তাদের উপর দুর্যোগ ডেকে আনার জন্য এটি একটি ইচ্ছাকৃত চক্রান্ত। লজ্জাজনক, অসহনীয়, অগ্রহণযোগ্য! আমরা প্রতিবাদ জানাই!’
যদিও আজ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী বলেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন, প্রকৃত জল ছাড়ার পরিমাণ তার অর্ধেকেরও কম । মাইথন জলাধার থেকে ৪২,৫০০ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ২৭,৫০০ কিউসেক মোট ৭০০০০ কিউসেক জল ছাড়া হয়েছে।’
তিনি আরও জানান যে ডিভিসি নিয়মমাফিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে জলছাড়া পরিচালনা করে। জল ছাড়ার আগে রাজ্যের সেচ দপ্তরের মতামত চাওয়া হয়েছিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া বা পরামর্শ আসেনি। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল বলেছেন,নিম্ন দামোদর অঞ্চলে পরিস্থিতি ‘স্বাভাবিক’ এবং হুগলির হরিনখোলা এলাকায় জল সতর্কতা সীমার নীচে রয়েছে।
প্রসঙ্গত,ফি বছর বর্ষায় ঘাটাল প্লাবিত হলে একই দোষারোপ করতে দেখা যায় মমতা ব্যানার্জিকে । অথচ প্রতি নির্বাচনের আগে ঘাটাল মাস্টার প্লান বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিলেও আজও তার কোনো কাজ হয়নি বলে অভিযোগ । শুধু তাইই নয়, দুর্গোৎসবের আগে ভারি বৃষ্টিপাতে কলকাতা প্লাবিত হয়ে ১০ জনেরও অধিক নাগরিকের মৃত্যু হলে বিহাত ও ঝাড়খণ্ড সরকারের ঘাড়ে দায় চাপিয়ে দেন মমতা । তার অভিযোগ ছিল, গঙ্গায় অতিরিক্ত জল “ঠেলে দেওয়া” র কারনেই নাকি কলকাতা প্লাবিত হয়েছে । পালটা স্রোতের উলটো দিকে গঙ্গার জল “ঠেলে দেওয়া” র হুঁশিয়ারিও দেন তিনি । যেকারণে তাকে বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়তে হয়।।