প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ সেপ্টেম্বর : ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের কম খরচে পাবেন বিদ্যুৎ পরিষেবা দিতে এবার উদ্যোগী হল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) । উদ্যোগ বাস্তবায়িত ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের শুক্রবার বর্ধমানভবনে বিদ্যুৎ সংযোগ মেলার আয়োজন করে ডিভিসি কর্তৃপক্ষ । সেখানে ডিভিসির ফিনান্স কমিটির মেম্বার অরূপ সরকার, ডিভিসি আধিকারিক সঞ্জয় কুমার, মৃণাল ভট্টাচার্য, দেবীপ্রসাদ পুতুতুন্ডু উপস্থিত থাকেন । মেলায়
একাধীক ছোট উদ্যোগপতি তথা শিল্পপতিদের সঙ্গে কথা বলে চাহিদা বোঝার চেষ্টা করেন ডিভিসির কর্তারা। পরে ওই উদ্যোগপতিদের অন্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার চেয়ে কম দামে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ডিভিসি কর্তৃপক্ষ ঘোষনা করেন ।
ডিভিসি মূলত পশ্চিমবঙ্গ ও বিহারে ’ইন্ডাস্ট্রি কানেকশন বেশ’ বিদ্যুৎ পরিষেবা দিয়ে থাকে। পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি কানেকশন বেশ বাড়ানোর লক্ষে ইতিমধ্যেই ৪০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয় । ব্যবসা বৃদ্ধির জন্য আরও ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চাইছে ডিভিসি ।
ডিভিসির ফিনান্স কমিটির মেম্বার অরূপ সরকার এদিন বলেন,“ডিভিসি মূলত বাংলা ও ঝাড়খন্ডে বিদ্যুৎ সরবরাহ করে।তাঁদের বাংলায় ২২টি এবং ঝাড়খণ্ডে ২৭টি সাবস্টেশন রয়েছে। দুর্গাপুর এন আই টি সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানেও ডিভিসি বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বর্ধমানেও তাদের একটি সাবস্টেশন রয়েছে। সেখান থেকে গড়ে তাঁরা ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে থাকেন। ডিভিসির এখন লক্ষ্য আগামীদিনে গ্রাহক সংখ্যা আরও বাড়ানো “। অন্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার সঙ্গে তুলনা টেনে অরূপবাবু বলেন,অন্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা গুলি বিদ্যুৎবিল অনেকটাই বেশী নেয় । তারা ৫ টাকার বেশি দামে ইউনিট প্রতি বিদ্যুৎ সরবরাহ করে। সেখানে ডিভিসির ইউনিট প্রতি বিদ্যুৎতের ৪ টাকা ৭০ পয়সা থেকে ৪টাকা ৯০ পয়সা।
বর্ধমান ভবনে হওয়া কানেকশন মেলায় এদিন ৪০ জন উদ্যোগপতির সঙ্গে ডিভিসি কর্তৃপক্ষ আলোচনা করেন । ওই উদ্যোগপতির ৪ টাকা ৮০ পয়সা ইউনিট দরে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করেন ডিভিসি কর্তৃপক্ষ ।।