এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০১ জুলাই : নবি মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে উদ্ভুত পরিস্থিতির জন্য বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মাকে (Nupur Sharma) দায়ী করেছে ভারতের সর্বোচ্চ আদালত । শুক্রবার বিচারপতি সূর্য কান্তের এজলাস নেত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া হিংসার ঘটনায় তাঁকেই দায়ি করা হয়েছে । এমনকি আদালত নূপুর শর্মার সমালোচনা করে বলেছে ‘আলগা জিহ্বা’,’পুরো দেশকে আগুন দিয়েছে’ । বেঞ্চ বলেছে,’যেভাবে তিনি সারা দেশে আবেগকে উসকে দিয়েছেন তাতে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে । দেশে যা ঘটছে তার জন্য এই মহিলা এককভাবে দায়ী। আমরা বিতর্ক দেখেছি ।’ এই মন্তব্যের জন্য নূপুর শর্মাকে ‘অবিলম্বে পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল’ বলে মন্তব্য করেছে আদালত । তবে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত মৌখিকভাবে এই মন্তব্য করেছেন এবং তাঁর আনুষ্ঠানিক লিখিত আদেশে তা অন্তর্ভুক্ত করেননি বলে আদালত সুত্রে খবর ।
তবে ভারতের সুপ্রীম কোর্ট নূপুর শর্মাকে তিরস্কার করলেও ফের তাঁর সমর্থনে মুখ খুললেন ডাচ এমপি গির্ট ওয়াইল্ডার্স (Geert Wilders)। এদিন আবারও তিনি নূপুর শর্মার সমর্থনে টুইটারে লিখেছেন, ‘সত্য কথা বলার জন্য তাঁর কখনই ক্ষমা চাওয়া উচিত নয় । আমি ভেবেছিলাম ভারতে কোন শরিয়া আদালত নেই । # মহাম্মদ সম্পর্কে সত্য কথা বলার জন্য তার কখনই ক্ষমা চাওয়া উচিত নয়। তিনি উদয়পুরের জন্য দায়ী নন। উগ্র অসহিষ্ণু জিহাদি মুসলিমরা ছাড়া অন্য কেউ এর জন্য দায়ী নয় । নূপুর শর্মা একজন নায়ক।’
এদিকে বিচারপতি সূর্য কান্তের এই মন্তব্যের বিষয়ে ভারতের প্রধান বিচারপতির (সিজেআই) কাছে একটি পিটিশন দাখিল করেছেন গৌ মহাসভার নেতা অজয় গৌতম । তাতে তিনি আবেদন জানিয়েছেন, বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নূপুর শর্মা সম্পর্কে যে মৌখিক মন্তব্য করেছে তা প্রত্যাহার করে নেওয়া হোক এবং ওই মন্তব্যকে অযৌক্তিক বলে ঘোষণা করা হোক ।।