এইদিন ওয়েবডেস্ক,২৯ জুন : রাজস্থানের উদয়পুরে দুই ইসলামিক জেহাদির দ্বারা কানহাইয়া লালের শিরশ্ছেদের ঘটনার পরিপ্রেক্ষিতে ‘মুসলিম তোষণ’ বন্ধ করার জন্য ভারতীয়দের পরামর্শ দিলেন নেদারল্যান্ডের সাংসদ গির্ট ওয়াইল্ডার্স । এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরপর কয়েকটি টুইট করেছে ওয়াইল্ডার্স । একটি টুইটে তিনি লিখেছেন,’নূপুর শর্মাকে সমর্থন করার জন্য একজন নিরপরাধ ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হল । নবী মুহাম্মদের আদর্শ অনুযায়ীই ইসলামিক সন্ত্রাসবাদীরারা হিংস্র ও অসহিষ্ণু । তাই আমাদের সকলকে ‘সাপোর্ট নূপুর শর্মা’ আওয়াজ তুলে এর জবাব দিতে হবে । কারণ তারা আমাদের সবাইকেই হত্যা করতে পারে ।’
তিনি ভারতবাসীকে পরামর্শ দিয়ে লিখেছেন, ‘ভারতকে বন্ধু হিসেবে আমি বলছি : অনুগ্রহ করে অসহিষ্ণুদের প্রতি সহনশীল হওয়া বন্ধ করুন । উগ্রবাদী, সন্ত্রাসবাদী ও জিহাদিদের বিরুদ্ধে হিন্দু ধর্মকে রক্ষা করুন । মুসলিম তোষণ বন্ধ করুন । তা না হলে এর জন্য আপনাদের অনেক মূল্য চোকাতে হবে । হিন্দুদের এমন নেতা দরকারা যারা তাদের ১০০% রক্ষা করতে পারবে !’
অপর একটি টুইটে ওয়াইল্ডার্স লিখেছেন, ‘ভারতে হিন্দুদের নিরাপদ থাকা উচিত। এটা তাদের দেশ, তাদের মাতৃভূমি, এটা তাদের ! ভারত কোন ইসলামিক রাষ্ট্র নয় ।’
প্রসঙ্গত,কথিত ধর্মনিন্দার কারনে প্রাক্রন বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে দেশের মুসলিম সংগঠন ও মুসলিম রাষ্ট্রগুলির যখন বিশ্বজুড়ে রীতিমতো শোড়গোল তুলেছিল ঠিক সেই সময় তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন ডাচ সাংসদ গির্ট ওয়াইল্ডার্স । তিনি মুসলিম জাতি ও মুসলিম রাষ্ট্রগুলির নিন্দা করে বলেছিলেন, ‘ইসলাম অসহিষ্ণু এবং এর আদর্শ বিশ্বের জন্য হুমকি স্বরূপ । যে দেশগুলো ভারতকে ক্ষমা চাইতে বলছে তারা খুবই নৃশংস শরিয়া শাসন অনুসরণ করে । তাদের মানবাধিকারের ট্র্যাক রেকর্ড খুবই খারাপ ।’।