এইদিন ওয়েবডেস্ক,কাঠমান্ডু,০৩ অক্টোবর : মিথিলা প্রাচীন ভারতের বিদেহ রাজ্যের রাজধানী ছিল।বর্তমান নেপালের জনকপুরের মধ্যে মিথিলার অবস্থান । এখানেই জন্মগ্রহণ করেন প্রভু শ্রীরামের পত্নী দেবী সীতা । প্রাচীন কাল থেকেই মিথিলায় ধুমধাম সহকারে শারদীয় নবরাত্রি পালিত হয়ে আসছে । এবারেও তার ব্যাতক্রম হচ্ছে না । প্রাচীন মিথিলা অঞ্চলে শুরু হয়েছে ‘দশেরা’ উৎসব। মিথিলায় শারদীয় নবরাত্রি ও দশেরার প্রথম দিন বাদসাইন উৎসবের প্রথম দিন আজ মহোত্তরীসহ এই এলাকায় কলশ যাত্রা করা হচ্ছে। দশেরা উৎসবকে মিথিলায় ‘দশেরা’ বলা হয়। মিথিলা ঐতিহ্যে দুটি নবরাত্র রয়েছে। অসোজ শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত উৎসবকে বলা হয় শারদীয়া এবং চৈত শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত উৎসবকে বলা হয় বাসন্তী নবরাত্রি। যদিও উভয় নবরাত্রেরই দেবী পূজা ও আরাধনায় সমান গুরুত্ব রয়েছে, তবুও অনাদিকাল থেকেই শারদীয় নবরাত্রি পালিত হয়ে আসছে। মিথিলার দেবী শক্তিপীঠে, কন্যাকুমারীরা আজ ধর্মীয় গুরুত্বের নদী ও হ্রদ থেকে জল দ্বারা নতুন মাটির পাত্র ভর্তি করে, দেবীর মূর্তিকে অভিষেক করে এবং মন্দির চত্বরে একই জলের পাত্র স্থাপন করে। এই লক্ষ্যে আজ ভোর থেকে বস্তিতে চলছে কলশ যাত্রার কর্মসূচি।
বারদিবাস পৌরসভা-৪ ওয়ার্ডে অবস্থিত পঞ্চধুরা মাইস্থান মন্দির, অরি পৌরসভার সোনামাইয়ের সোনামাই মাই মন্দির, জলেশ্বর পৌরসভা-১ এ অবস্থিত রাজদেবীস্থানে ঘাটাস্থানের জন্য একটি কলশ যাত্রা পরিচালিত হয়েছে। সকাল থেকেই রতু, মারহা, দুধমতি নদী এবং পুরন্দর, বরুণ, ভার্গব, লক্ষ্মীসাগর এবং ধ্রুবকুণ্ড সহ হ্রদগুলির জল দিয়ে নতুন কলস ভর্তি করার জন্য ছক ও বজগাজা সহ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নগরগাঁও বসতির সাধারণ মানুষ কলস যাত্রায় অংশগ্রহণ করে।
কালযাত্রার সময় কন্যাকুমারীদের দিয়ে ঘটস্থাপনার কলশ স্থাপন করা হয়। ঘটস্থাপনের পাশাপাশি দেবীর শক্তিপীঠ ও মূর্তি তৈরি করা হয় এবং যেখানে দুর্গাপূজা হয় সেখানে যব, তিল, গম, ধান ও ভুট্টা দিয়ে জামরা রাখা হয়। বারদিবাসের হাতিয়াচোক, জলেশ্বরের মহেন্দ্রচক ও হাতচৌর, ভাঙ্গাহার সীতাপুরবাজার, গৌশালাবাজার, লোহারপট্টিসহ জেলার ৩০টির বেশি স্থানে দুর্গা মেলার আয়োজন করা হয়েছে। নবরাত্রি শুরু হওয়ার সাথে সাথে জেলার সকল গ্রাম-শহরে দেবী দুর্গার ভজন গাওয়া হচ্ছে।
দশেরা উৎসব শুরু হলেই মিথিলায় বেজে ওঠে মঙ্গলের সুর। বস্তিতে চলছে দেবীর ভজন। দশেরার আগমন মিথিলাবাসীর মনে আনন্দ নিয়ে এসেছে। এ ছাড়া মেলাও বসেছে ।।