যে কোনো সম্পর্কে আমরা সব সময়
একটা টান বা সহজতা খুঁজি।
দূরত্ব ও গুরুত্বের সমীকরণের জট
সেই সহজতা কে অনেক অনেক জটিল করে তোলে।
কেউ বলেন সমীকরণ ব্যস্তনুপাতিক
কেউ বা বলেন সমানুপাতিক।
আসলে ব্যক্তিবিশেষে তা ভিন্ন হয়েই থাকে।
দূরত্ব বাড়লে
কোথাও গুরুত্ব যায় কমে।
আবার কোথাও গুরুত্ব বাড়লে
দূরত্ব যায় বেড়ে।
অনেকেই ভাবছেন,এইরকমও হয়!
হ্যাঁ,হয়….
যে কোন ক্ষেত্রেই একটা নির্দিষ্ট গণ্ডি পর্যন্ত নিজের আবেগ ও অন্তরের টানকে নিয়ন্ত্রণ করতে শিখতে হয়।
এগুলো নিয়ন্ত্রণ করতে শিখে গেলেই দেখবেন কোনো সম্পর্কই আর জট পাকিয়ে নেই।
সাহিত্যের ভাষায়,”যাহাই অতিরিক্ত তাহাই বিষ।”
অতিরিক্ত পর্যন্ত না পৌঁছে সব কিছুতেই একটা সীমা বা গণ্ডি টেনে নেওয়ায় প্রয়োজন।
যাতে কেউ সহজলভ্য না ভাবে।
আর গুরুত্বের বুমেরাং-টা রিটার্নএবিল হয়।।