প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৮ মার্চ : দেওয়ালের গোড়ার মাটি সরানো নিয়ে দুই পরিবারের বিবাদ চলাকালীন ছোড়া গুলিতে জখম হলেন বাইক আরোহী এক যুবক ।
রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার পাটুলির নতুনপাড়া এলাকায় । গুলিতে জখম যুবক অমর ঘোষ (২১) কে উদ্ধার করে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ।যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে পূর্বস্থলী থানার পুলিশ তিন জনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে । অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে যুবকের পরিবার পরিজন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,পাটুলির নতুনপাড়ায় পাশাপাশি বাড়িতে বসবাস করেনবানেশ্বর ঘোষ ও নিত্যানন্দ ঘোষের পরিবার। এদিন দুপুরে নিত্যানন্দ ঘোষ তাঁর বাড়ির নতুন প্লাস্টার হওয়া দেওয়ালের গোড়ার মাটি সরিরে জায়গা পরিস্কার করছিলেন । সেটা দেখে পাশের বাড়ির বানেশ্বর ঘোষের স্ত্রী প্রতিবাদ করেন । তা নিয়ে দুই পরিবারের মধ্যে তুমুল অশান্তি বেঁধে যায় ।
অভিযোগ ওই সময়ে বানেশ্বর ঘোষ বাইরে থেকে দুস্কৃতি ডেকে এনে নিত্যানন্দ ঘোষ ও তাঁর পরিবার সদস্যদের দিকে গুলি চালানো করায় । সেই গুলি লক্ষভ্রষ্ট হয়ে গিয়ে লাগে পাশ দিয়ে বাইক চালিয়ে যাওয়া এলাকার যুবক অমর ঘোষের ডান হাতের কনুইয়ের কাছে ।
জানা গেছে, এদিকে গুলি লাগার সাথে সাথে অমর ঘোষ বাইক নিয়ে ছিটকে রাস্তায় পড়ে যায় । যুবককে উদ্ধার করে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । পরে তাঁকে স্থানান্তর করা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে । এই খবর পেয়েই পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে থানায় নিয়ে যায় । দুই পরিবারের বিবাদ চলাকালীন কারা আগ্নেআস্ত্র আনলো , কারাই বা গুলি চালালো তার তদন্ত পুলিশ শুরু করেছে ।