দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ সেপ্টেম্বর : স্কুলের প্রথম শ্রেণির ক্লাস নেওয়ার সময় এক শিক্ষককে ছড়ি দিয়ে বেদম পেটালেন একই স্কুলের এক সহশিক্ষক । প্রহৃত শিক্ষকের আর্ত চিৎকারে অনান্য শিক্ষক শিক্ষিকারা ছুটে এসে তাঁকে মারের হাত থেকে বাঁচান । এদিকে হামলাকারী শিক্ষকের এমন রুদ্র রূপ দেখে ক্লাসের কচিকাঁচারা আতঙ্কে কান্নাকাটি জুড়ে দেয় । যদিও স্কুলের শিক্ষকরা তাদের কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন । এদিকে ঘটনার খবর পেয়ে স্কুলে আসে কাটোয়া থানার পুলিশ আসে । ছুটে আসেন অবিভাবকরাও । কাটোয়ার করজগ্রাম জুনিয়র মাদ্রাসা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবারের এই ঘটনায় হুলুস্থুল কান্ড বেধে যায় । ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ক্লাস বন্ধ হয়ে যায় ।
স্কুলের এক শিক্ষকের এই প্রকার হিংস্র আচরণে বিস্ময় প্রকাশ করেছেন সকলেই । দাঁইহাট চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক পিনাকি ঘোষ বলেন,’ঘটনার পর লিখিত অভিযোগ পেয়েছি ৷ বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে ।’
স্কুল সুত্রে জানা গেছে,প্রহৃত শিক্ষকের নাম জয়বিজয় রাণো । হামলাকারী শিক্ষক হলেন দীপক ছেত্রী । তাঁদের দু’জনের মধ্যে ইতিপূর্বে কখনো কোনো অশান্তির খবর পাওয়া যায়নি । কিন্তু এদিন জয়বিজয় রাণো যখন প্রথম শ্রেণীর ক্লাস নিচ্ছিলেন সেই সময় একটি ছড়ি হাতে হন্তদন্ত হয়ে ক্লাসে ঢুকে পড়েন দীপক ছেত্রী । দীপকবাবু কিছু বুঝে ওঠার আগেই দীপকবাবু তাঁর উপর চড়াও হয়ে ছড়ি দিয়ে এলোপাথাড়ি পেটাতে শুরু করেন । হাত,পা,দেহের পাশাপাশি মাথাতেও ছড়ি দিয়ে পেটানো হয় বলে অভিযোগ । এদিকে মারের হাত থেকে বাঁচার জন্য অনান্য শিক্ষকদের সাহায্যের জন্য ডাকাডাকি শুরু করেন জয়বিজয়বাবু । পড়ুয়ারাও ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দেয় । শেষে হইহট্টগোল শুনে অনান্য শিক্ষকরা সেখানে ছুটে আসেন । ইতিমধ্যে পুলিশও চলে আসে । শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় ।
কিন্তু হঠাৎ করে এতটা হিংস্র হয়ে উঠলেন কেন ? এই প্রশ্নের উত্তরে দীপক ছেত্রী সাফাই, ‘জয়বিজয় আমার পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই কটুক্তি করেন । তাই মেজাজ ঠিক রাখতে পারিনি ।’ যদিও দীপকবাবুকে কটুক্তি করার অভিযোগ অস্বীকার করেছেম প্রহৃত শিক্ষক জয়বিজয় রাণো । তিনি জানিয়েছেন,এনিয়ে তিনি থানায় লিখিত অভিযোগ জানাবেন । তবে এদিন বিকেল পর্যন্ত এনিয়ে থানায় নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে ।
এদিকে দীপক ছেত্রীর আচরণ নিয়ে স্কুলের মধ্যে ও বাইরে প্রশ্ন উঠছে । ক্লাসের মধ্যে কচিকাঁচাদের সামনে তাঁর এহেন হিংস্র আচরণের সমালোচনা করেছেন সকলে । স্কুলের প্রধানশিক্ষক মথুরামোহন মণ্ডলও হামলাকারী শিক্ষকের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, স্কুলের কোনও শিক্ষক শিক্ষিকা তাঁকে কটুক্তি করেন না । দীপক ছেত্রী মিথ্যা দাবি করছেন । বরঞ্চ উনিই সকলের সঙ্গে দুর্ব্যবহার করেন । এনিয়ে তিনি স্কুল পরিদর্শককেও জানিয়েছেন ।।