এইদিন ওয়েবডেস্ক,দুর্গাপুর(পশ্চিম বর্ধমান),৩০ জুলাই : বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শ্যালিকার সঙ্গে সহবাস ও গহনা টাকাপয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সিপিএম নেতার বিরুদ্ধে ৷ অভিযুক্ত সিপিএমের নেতার নাম মতলব আলি । দুর্গাপুরের কোকওভেন থানার সগড়ভাঙা মুসলিম পাড়ায় তার বাড়ি । মতলব আলি দুর্গাপুর পূর্ব ২-এর সিপিএম এরিয়া কমিটি এবং কৃষকসভার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পদে রয়েছেন বলে জানা গেছে । মতলব আলির বিরুদ্ধে তার শালিকা দুর্গাপুরের কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রবিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশের আবেদন ক্রমে তার পুলিশ হেফাজত মঞ্জুর করেন বিচারক ।
জানা গেছে,দুর্গাপুরের কোকওভেন থানার সগড়ভাঙা মুসলিম পাড়ার বাসিন্দা মতলব আলি এলাকাতেই বিয়ে করেছেন । তার এক শ্যালিকার বিয়ে হয়েছিল বীরভূমের দুবরাজপুর এলাকায় । ২০১৫ সালে ওই মহিলার স্বামীর মৃত্যু হলে তিনি সগড়ভাঙায় বাপের বাড়িতে চলে আসেন । রবিবার ওই মহিলা পুলিশের কাছে অভিযোগে জানান যে তাকে নিকাহ করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধরে তার সাথে সহবাস করে যাচ্ছিলেন তার জামাইবাবু মতলব আলি । কিন্তু দীর্ঘ ৭ বছর পেরিয়ে গেলেও বারবার চাপ দেওয়া সত্ত্বেও তিনি বিয়ে করেননি । তার আরও অভিযোগ যে নিজের বাড়ি মেরামতির জন্য তার কাছ থেকে ৮ ভরি সোনার অলঙ্কার নেয় তার জামাইবাবু মতলেব । বারবার চেয়েও সেই সোনা তিনি ফেরত পাননি ৷
মহিলার অভিযোগ,সোনার অলঙ্কার ফেরত দেওয়ার নাম করে তাকে রবিবার দুর্গাপুরে ডাকেন মতলব আলি । কিন্তু তিনি সেখানে গেলে তার সেখানে হাত ধরে টানাটানি শুরু করেন মতলেম । কোনো রকমে তিনি সেখান থেকে পালিয়ে এসে পুলিশের দ্বারস্থ হন । যদিও সিপিএম নেতৃত্বের দাবি,মতলেব আলি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন ।।