এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৩ জুন : অতিরিক্ত যৌতুকের দাবি থেকে শুরু সাংসারিক খুঁটিনাটি বিষয় নিয়ে স্ত্রীর উপর নিত্যদিন অত্যাচার চালাতো স্বামী । সেই আক্রোশে ঘুমন্ত অবস্থায় স্বামীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল স্ত্রী । হত্যাকাণ্ডের পরে পুলিশের জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করে খুনের কথা কবুল করেন ঘাতক বধূ । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতের দিকে বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার অন্তর্গত রায়েরবাজারের সাদেক খান রোডের একটা আবাসনে ৷ খবর পেয়ে পুলিশ বানু বেগম (৩১) নামে ওই মহিলাকে গ্রেফতারের পাশাপাশি তার স্বামী শামীম মিয়ার (৪০) মৃতদেহটি উদ্ধার করে । পরে দেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।
জানা গেছে,শামীম মিয়া পেশায় রিকশাচালক । বানু বেগম তার দ্বিতীয় পক্ষের স্ত্রী । বছর আড়াই আগে তাদের বিয়ে হয় । ঢাকার সাদেক খান লেন এলাকার লিটনের বাড়ি নামে একটি তিনতলা ভবনের নিচের তলায় ভাড়া থাকত ওই দম্পতি । পুলিশের কাছে বানু বেগম জানিয়েছেন,তার স্বামী অতিরিক্ত যৌতুকসহ পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে প্রায়শই তাকে মারধর করত । স্বামীর অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছিলেন । আর নিত্যদিনের এই অত্যাচার থেকে নিষ্কৃতি পেতেই তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন ।
মোহাম্মদপুর থানার এসআই আবুল বাশার জানান, মহিলার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাতেও স্বামী স্ত্রীর মধ্যে একপ্রস্থ অশান্তি হয় । তখনই তিনি স্বামীকে খুনের পরিকল্পনা করে ফেলেন । এরপর
বৃহস্পতিবার ভোর রাত ৪ টে নাগাদ তার স্বামী যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তখন তিনি বাড়িতে রাখা একটা ছুরি এনে তাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন । পরে তিনি নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে ঘটনার কথা জানান । ঘাতক মহিলার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করে তাকে আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।।