এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ জুলাই : ভাগীরথীতে ভেসে আসা কচুরি পানার চাপে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া- বল্লভপাড়া ফেরিঘাটে নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল । তার জেরে বিপাকে পড়ে গেছেন কাটোয়া ও নদিয়া জেলার অসংখ্য জলযাত্রী । সোমবার শতাধিক যাত্রীকে নদী পারাপারের জন্য কাটোয়া- বল্লভপাড়া ফেরিঘাটে এসে ফিরে যেতে হয় ।
কাটোয়া- বল্লভপাড়াটি পূর্ব বর্ধমান ও নদিয়া জেলার মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ জলপথ । প্রতিদিন কয়েক হাজার মানুষ এই ফেরিঘাট দিয়ে নদী পারাপার করেন । চাকুরীজীবী থেকে জনমজুর প্রত্যেকেই এই ফেরিঘাট দিয়ে পারাপার করেন ।এমনকি সবজি, দুধ প্রভৃতি বহু নিত্যপ্রয়োজনীয় পন্যও প্রতিদিন পরিবহন হয় এই ফেরিঘাট দিয়ে । কিন্তু ভাগীরথীতে ভেসে আসা কচুরিপানার কারনে গুরুত্বপূর্ণ এই ফেরিঘাটটি এদিন থেকে সম্পুর্ন বন্ধ করে দেওয়া হয়েছে ।
ফেরিঘাটের ইজারাদার অলোক ঘোষ বলেন, ‘বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হয়েছে । ফলে বহু এলাকার খাল, বিল,নালা সব ভেসে গেছে । সেখানে যত কচুরি পানা ছিল সব ভেসে গঙ্গার জলে এসে মিশেছে । বর্তমানে কাটোয়ায় গঙ্গায় পানার চাপ এতটাই বেশি যে মোটরচালিত নৌকার মোটরের পাখার মধ্যে পানা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে । তাই যাত্রীদের নিরাপত্তার কথা আমরা ফেরি চলাচল বন্ধ রেখেছি । নদী থেকে পানা না সরে যাওয়া পর্যন্ত ফেরিঘাট বন্ধ রাখা হবে ।’ তবে কত দিন এই অচলবস্থা চলবে তা নিশ্চিত করে বলতে পারেননি ফেরিঘাটের ইজারাদার । ফলে নদীতে ভেসে আসা কচুরি পানার কারনে এখন চরম সমস্যার মধ্যে পড়ে গেছেন দুই জেলার অসংখ্য মানুষ ।।