জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, মঙ্গলকোট(পূর্ব বর্ধমান), ০৭ এপ্রিল : ‘এইদিন’-এর খবরের জের । অবশেষে নতুন ট্রান্সফরমার পেল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের গণপুরের গ্রামবাসী । প্রায় ১২ ঘন্টা পর তীব্র গরমের হাত থেকে রেহাই মেলায় ‘এইদিন’কে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা । শনিবার সাতসকালেই গণপুর গ্রামের একমাত্র বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমারে সশব্দে আগুন ধরে গিয়ে বিকল হয়ে পড়ে। বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা গ্রাম । গ্রামে পানীয় জলের সংকট দেখা দেয়। সঙ্গে তীব্র গরম তো ছিলই। বেশ কয়েকজন প্রবীণকে গাছের ছায়ার নীচে দেখতে পাওয়া যায়। তাদের কপালে দেখা যায় দুশ্চিন্তার বলিরেখা। কারণ খবর রটে যায় ৮ ই এপ্রিলের আগে নাকি ট্রান্সফরমার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই খবর প্রকাশিত হয় ‘এইদিন’-এ । এরপর নড়েচড়ে বসে বিদ্যুৎ দপ্তর ।
আজ সকালেই ট্রান্সফরমার নিয়ে গ্রামে চলে আসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা । গ্রামবাসীদের উদ্যোগের মিলিত প্রচেষ্টায় মাত্র ১২ ঘণ্টার মধ্যে বিকল ট্রান্সফরমার পরিবর্তন করে জুড়ে দেওয়া হয় নতুন ট্রান্সফরমারটি । হাসি ফোটে গ্রামবাসীদের মুখে। তারা ধন্যবাদ জানায় ‘এইদিন’-এর প্রতিবেদক ও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের।
গ্রামের প্রবীণ ব্যক্তি জনার্দন জ্যোতি বলেন,’ সকালে পানীয় জল ও গরমের জন্য খুবই দুশ্চিন্তায় ছিলাম। ভয় হচ্ছিল, শেষ পর্যন্ত বিদ্যুৎ না এলে আগামী দু’দিন কিভাবে কাটাব! অবশেষে নতুন ট্রান্সফরমার লাগানোর পর ফের বিদ্যুৎ এল গ্রামে । প্রথমেই এইদিন নিউজ পোর্টালের প্রতিবেদককে গ্রামবাসীদের তরফে অসংখ্য ধন্যবাদ জানাই । ধন্যবাদ জানাই বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরও ।’ এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের গুসকরা শাখার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও জনৈক কর্মী বললেন,আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আমাদের দরকার গ্রামবাসীদের সহযোগিতা।।