শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১০ সেপ্টেম্বর : জল নিকাশি নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে কোদাল দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পাটনা গ্রামে । অভিযোগ হাপিজা বিবি নামে ওই মহিলার মাথায় কোদালের কোপ বসিয়ে দেয় একই পাড়ার বাসিন্দা কামরুল মোল্লা নামে এক ব্যক্তি । পরিবারের লোকজন ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনে । কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এই ঘটনায় জখম মহিলার পরিবারের পক্ষ থেকে ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গ্রেফতারের কোনও খবর নেই বলে জানা গেছে ।
পরিবার সূত্রে জানা যায়, পাটনা গ্রামের মিলিক পাড়ায় বাড়ি হাফিজা বিবির । পাশাপাশি বাড়িতে বসবাস কামরুল মোল্লার । বৃহস্পতিবার রাতে আহত মহিলার ছেলে উকিল মোল্লা ভাতার থানায় একটি অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ, ওইদিন সকাল ১১ টা নাগাদ তিনি ও তাঁর ভাই চাষের কাজে মাঠে গিয়েছিলেন । সেই সময় বাড়ির সামনের নালা দিয়ে জল নিকাশি নিয়ে তাঁর মা হাফিজা বিবি ও কামরুল মোল্লার মধ্যে তর্কাতর্কি হয় । তারই মাঝে তাঁর মায়ের মাথায় কোদালের কোপ বসিয়ে দেয় কামরুল । তাঁর মা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন । কিন্তু ওই অবস্থাতেই তাঁর মায়ের বাম দিকের চোখে ঘুঁসি মারে । তারপর খবর পেয়ে তাঁরা ছুটে এসে তাঁর মাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান । উকিল মোল্লার অভিযোগ তাঁর মা বাম চোখে দেখতে পাচ্ছেন না ।
জানা গেছে,ওই দিন রাতেই প্রতিবেশী কামরুল মোল্লা ও তাঁর স্ত্রী আল্লাদি বিবির বিরুদ্ধে এনিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করেন উকিল মোল্লা । পুলিশ জানিয়েছে,অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে ।।