প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২১ নভেম্বর : ধর্মীয় ভেদাভেদের কাছে হার মানলো ভালোবাসা । পরিবার ভিন ধর্মে বিয়ে মেনে না নেওয়ায় চলন্ত ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্মঘাতী হল যুগল ।শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলী জেলার খামারগাছি ও বলাগড় স্টেশনের মাঝে । মৃতরা হলেন সঞ্জিত সরকার ও রুবিনা খাতুন। হগলী জেলার বলাগড় থানার শেরপুরে বাড়ি যুবক সঞ্জিতের । একই থানা এলাকার শিমুলিয়ায় বাড়ি যুবতী রুবিনার । পূর্ব বর্ধমানের কালনা জিআরপি মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার কালনা মহকুমা হাসপাতাল মর্গে নিয়ে আসে ।
জিআরপি যুগলের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ।
পরিবার সূত্রে জানা গিয়েছে ,১৬ বছর বয়সেই রুবিনার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে সঞ্জিতের । কিন্তু ধর্মীয় ভেদাভেদ থাকায় দু’জনের পরিবারই এই সম্পর্ক মেনে নেয় না । সেই কারণে ওই প্রেমিক যুগল অন্যত্র পালিয়ে যায় । পরে পুলিশের হস্তক্ষেপ তারা বাড়ি ফিরে আসে । এর পরেই অন্য ছেলের সঙ্গে রুবিনার বিয়ে দিয়ে দেয় তাঁর পরিবার । তবে বিয়ে হয়ে গেলেও প্রেমিক সঞ্জিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি রুবিনার । গোপনে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলতো । বিয়ে আর কোন ভাবে করা হবে না বুঝে শেষমেস শনিবার রাতে তাঁরা একসাথে মিলিত হয়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটিয়ে বসে ।
যুবকের বাবা সুভাষ সরকার এদিন কালনা পুলিশ মর্গের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে তাঁর ছেলের সঙ্গে রুবিনার ভালবাসার সম্পর্ক থাকার কথা স্বীকার করে নেন । তিনি বলেন ,’দুই পরিবারের কেউ এই সম্পর্ক মেনে নেয় নি । সেই কারণেই তাঁরা হয়তো এমন চরম সিদ্ধান্ত নিয়েছে ।’