এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),০৫ ফেব্রুয়ারী : প্রার্থীকে নিয়ে অসন্তোষের জেরে পূর্ব বর্ধমানের গুসকরা পৌরসভার দুই ওর্য়াডে প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস । পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী পাঁচবারের কাউন্সিলর মল্লিকা চোংদারের বদলে পূর্নিমা চৌধুরীকে প্রার্থী করা হয়েছে । সেই সঙ্গে ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী মুনমুন মালিকের বদলে প্রার্থী করা হয় রিঙ্কু মালিককে ।
শনিবার বিকালে বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বৈঠকে প্রার্থী বদলের সিদ্ধান্ত নেয় গুসকরা পৌরসভার পর্যবেক্ষ অনুব্রত মণ্ডল । এদিকে দলীয়ভাবে ঘোষণার পরেও প্রার্থী বদল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মল্লিকা চোংদার । তিনি এনিয়ে শীর্ষ নেতৃত্বের দ্বারস্থ হবে বলে জানিয়ে দিয়েছেন ।
এদিকে গুসকরা পৌরসভার দুই ওয়ার্ডের প্রার্থী বদল করা হলেও দলের একাংশের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থামার কোনও লক্ষনই দেখা যাচ্ছে না । পুরসভার ১৬,৯ ও ১২ নম্বর ওয়ার্ড থেকে উঠছে প্রার্থী বদলের দাবি । ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ঘোষিত প্রার্থী চণ্ডীচরন বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ প্রত্যাহারের দাবিতে প্রাক্তন কাউন্সিলর জগা তুড়ির অনুগামীরা শনিবার রাস্তায় টায়ার জ্বেলে তুমুল বিক্ষোভ প্রদর্শন করে । এছাড়া ৯ নম্বর ওয়ার্ডের মহিলা প্রার্থী বেলি বেগম ও ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুমন্ত ঘোষের প্রার্থীপদ প্রত্যাহারের দাবি তুলতে শুরু করে দিয়েছে তৃণমূলের একাংশ । ফলে পুরভোটের প্রার্থী নিয়ে দলের অন্দরে অশান্তিতে কার্যত জেরবার অবস্থা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ।।