জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৪ আগস্ট : চলাচলের পক্ষে ঠিক কতটা অনুপযুক্ত হলে সরকারি ভাবে তাকে বেহাল বলা যাবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা মেরামতের জন্য দ্রুত উদ্যোগ নেবে – এই প্রশ্ন আজ পূর্ব বর্ধমান জেলার পশ্চিম মঙ্গলকোটের চাণক অঞ্চলের রামনগর ও উজিরপুর গ্রামের বাসিন্দাদের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে ।
গণপুর থেকে রামনগর যাওয়ার জন্য প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। যেখানে সেখানে ইঁট বের হয়ে আছে। এক এক জায়গায় বড়বড় গর্ত । মেরামতের কোনো উদ্যোগ নাই। উল্টে রাস্তার ধারে জমির মালিকরা অবৈধভাবে রাস্তা কেটে জমির পরিমাণ বাড়িয়ে নিচ্ছেন বলে অভিযোগ । এর ফলে রাস্তাটি ধীরে ধীরে প্রশস্ত আলে পরিণত হচ্ছে । এছাড়া রাস্তার দু’ধারে বেনা গাছের জন্য সাপের আতঙ্ক তো আছেই । এদিকে রাস্তার এই বেহাল দশার কারনে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ওই দুই গ্রামের বাসিন্দারা ।
অথচ এই রাস্তা ব্যবহার করে রামনগর ও মল্লিকপুর গ্রামের ছেলেমেয়েরা গণপুর উচ্চ বিদ্যালয় যায় । এই রাস্তা দিয়েই দুই গ্রামের বাসিন্দাদের যেতে হয় গণপুরে অবস্থিত পঞ্চায়েত অফিস ও জালপাড়ায় পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কে । অন্যদিকে দূরত্ব কম হওয়ার জন্য গণপুর, পালপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা এই রাস্তা ব্যবহার করে গুসকরায় যায় ।
রামনগরের বাসিন্দা ভুবন ঘোষ বললেন,’রাস্তার অবস্থা খুবই খারাপ। এলাকার জনগণের স্বার্থে দ্রুত রাস্তাটি মেরামতের উদ্যোগ নিতে হবে। তবে সবচেয়ে আগে দরকার রাস্তাটি মেপে দখলীকৃত অংশ উদ্ধার করা । একইসঙ্গে রাস্তার ধারে আগাছা কাটার উদ্যোগ নিতে হবে ।’ একই দাবি জানালেন অন্যান্য গ্রামবাসীরাও ।
অন্যদিকে একই পরিস্থিতি দেখা যায় উজিরপুর যাওয়ার রাস্তায় । গুসকরা নতুনহাট রোডের পশ্চিম দিকে উজিরপুর গ্রাম। মূল রাস্তা থেকে সংশ্লিষ্ট গ্রামে যাওয়ার জন্য দুটি রাস্তা রয়েছে । একটি চকপরাগ বাসস্ট্যান্ড ও অপরটি উজিরপুর বাসস্ট্যান্ড থেকে । চকপরাগ বাসস্ট্যান্ড থেকে গ্রামে যাওয়ার রাস্তাটি খানাখন্দে ভর্তি । বৃষ্টি হলে রাস্তাটি বিপজ্জনক আকার ধারণ করে । তখন রাতের অন্ধকারে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে । এক প্রকার বিপদের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে বাধ্য হন গ্রামবাসীরা । গ্রামে যাওয়ার দ্বিতীয় রাস্তাটির অবস্থাও খুবই খারাপ। বছর আটেক আগে রাস্তায় মোরাম দেওয়া হয়েছিল । যদিও এলাকাবাসীর অভিযোগ খুবই নিম্নমানের কাজ হয়েছিল । রাস্তার সর্বত্র ইঁট বের হয়ে আছে । পরিস্থিতি এমন যে গ্রামে কোনো টোটো পর্যন্ত যেতে চায় না।
উজিরপুর গ্রামের বাসিন্দা মিহির পালের বক্তব্য, ‘রাস্তাটি মেরামতের জন্য আমরা প্রশাসনের প্রতিটি স্তরে আবেদন করেছি। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী উদ্যোগ নিতে দেখা যায়নি ।’ চাণক গ্রাম পঞ্চায়েতের অন্যতম সদস্য পতিতপাবন মণ্ডল বললেন,’পরিস্থিতি সম্পর্কে আমরা ওয়াকিবহাল আছি । রাস্তা দুটি মেরামতির বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে ।’।