এইদিন ওয়েবডেস্ক,কালনা,২৫ অক্টোবর : মেয়ের সামনেই বাবার গলায় ছুরি চালিয়ে দিল মদ্যপ যুবক। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার বৈদ্যপুর রথ তলার কাছে । গুরুতর আহত তাপস হেমব্রম বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় ২ জন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতরা হল আকাশ ক্ষেত্রপাল এবং প্রশান্ত মুর্মু । তারা বৈদ্যপুর গ্যারেজ সংলগ্ন এলাকার বাসিন্দা ৷ আজ শনিবার ধৃতদের কালনা মহকুমা হাসপাতালে তোলা হয়৷
জানা গেছে,গতকাল দুপুরে সোমরা বাজার এলাকার বাসিন্দা তাপস হেমব্রম নিজের গাড়ি করে পরিবারকে নিয়ে জামনা এলাকায় এক আত্মীয়ের যাচ্ছিলেন। বৈদ্যপুর রথ তলার কাছে আসতেই একটা মোটরসাইকেল বামদিক ঘেঁষে চলে এলে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ৷ এনিয়ে ঝামেলার সূত্রপাত । বাইকে চড়ে ছিল আকাশ ক্ষেত্রপাল এবং প্রশান্ত মুর্মু । দু’জনেই তখন মদ্যপ অবস্থায় ছিল । তাপস হেমব্রমের সঙ্গে তাদের বচসা শুরু হলে তার মাঝেই আকাশ ক্ষেত্রপাল তার প্যান্টের পকেট থেকে একটা ছুরি বের করে তাপসের গলার শ্বাসনালীতে চালিয়ে দেয় বলে অভিযোগ । সেই সময় তাপসের পাশেই ছিল তার কিশোরী কন্যা । সমগ্র ঘটনাটি তার সামনেই ঘটে । বাবাকে রক্তাক্ত অবস্থা দেখে মেয়েটি আর্তচিৎকার শুরু করে৷ তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে । স্থানীয়রাই বাইক আরোহী দুই হামলাকারীকে ধরে কালনা থানার পুলিশের হাতে তুলে দেয় । পাশাপাশি গুরুতর জখম অবস্থায় তাপস হেমব্রমকে হাসপাতালে ভর্তি করে তারা । পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ ।।

