এইদিন ওয়েবডেস্ক,০২ মে : গাজায় ত্রাণ নিয়ে যাওয়া একটি জাহাজে ড্রোন থেকে বোমা হামলা করা হয়েছে। আজ শুক্রবার মাল্টার আন্তর্জাতিক জলসীমায় এ হামলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।মাল্টা সরকার জানিয়েছে, এ হামলায় কেউ হতাহত হয়নি। জাহাজ থেকে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ফ্রিডম ফ্লোটিলিয়া কোয়ালিশন ড্রোন হামলার শিকার কনসিয়েন্স জাহাজের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এ ঘটনায় তারা ইসরায়েলের দিকে আঙ্গুল তুলেছে। সংস্থাটি জানিয়েছে, এ হামলার ঘটনায় অবশ্যই ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাবদিহি চাওয়া হবে। যদিও ইসরায়েল এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মাল্টা সরকার জানিয়েছে, মে দিবসে মেরিটাইম কর্তৃপক্ষ একটি ফোন পায়, যেখানে বলা হয় মধ্যরাতে একটি জাহাজে আগুন ধরেছে। জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে এবং এতে ১২ জন ক্রু ও চারজন বেসামরিক নাগরিক রয়েছে। ঘটনাস্থলের কাছে থাকা একটি টাগ বোট ত্রাণবাহী জাহাজের লাগা আগুন নেভানোর চেষ্টা করে। এছাড়া ঘটনাস্থলে মাল্টার একটি টহলদারি জাহাজ পাঠানো হয়। এর কয়েক ঘণ্টা পর নিরাপদে জাহাজের ক্রুদের উদ্ধার করা হয়।।