পারমিতা দত্ত,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),২৭ জানুয়ারী : শরীরে থাকা সোনার গহনার লোভে এক বৃদ্ধাকে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের নশরতপুর পঞ্চায়েতের জালুইডাঙ্গা গ্রামে । একদিন নিখোঁজ থাকার পর লক্ষ্মীরানী ঘোষ নামে ষাটোর্ধ ওই বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার হয় প্রতিবেশীদের বাড়ির পাশ থেকে । বৃদ্ধার দু’কান শরীর থেকে বিচ্ছিন্ন ছিল । শরীরে থাকা সোনার অলঙ্কারের লোভেই স্ত্রীকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন মৃতার স্বামী গৌড় ঘোষ । তিনি জানান,তার স্ত্রী দু’হাতের বালা,গলায় চেন, দু’কানের দুল ও নাকে নথ মিলে প্রায় সাড়ে তিন ভরি অলঙ্কার ছিল । যেগুলি সব খুলে দেওয়া হয়েছে । আজ মঙ্গলবার সকালে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ।
জানা গেছে,মৃতা লক্ষ্মীরানী ঘোষের বাড়িতে রয়েছেন বৃদ্ধ স্বামী ও দুই ছেলে । ছেলেরা বিবাহিত । সকলে একই সংসারে থাকেন । মৃতার বড় পুত্রবধূ অপর্ণা ঘোষ বলেন, ‘আমি ও আমার স্বামী বাড়িতে ছিলাম না । আমরা শুক্রবার সকালে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম । সোমবার দুপুরে বাড়ি ফিরি । বাড়ি আসতেই আমার শ্বশুর বলছেন, ‘বউমা তোমার শাশুড়ী বাড়িতে নেই, কোথায় গেছে খুঁজে পাচ্ছি না । তারপর থেকেই আমরা খোঁজাখুঁজি করি । কিন্তু কোথাও পাওয়া যায়নি । আজ সকালে আমাদের পাশের বাড়ি থেকে এসে আমাদের জানায় যে শাশুড়ী তাদের বাড়ির পাশে পড়ে আছে ।’ তিনি বলেন,’এরপর আমরা সেখানে ছুটে যাই । গিয়ে দেখি শাশুড়ির শরীরের সমস্ত অলঙ্কার খুলে নেওয়া হয়েছে । দু’টো কান গোড়া থেকে কেটে নিয়ে গেছে ।’
মৃতার ছোট পুত্রবধূ বলেন,’যে প্রতিবেশী খবর দেয়, তার ঠাকুর ঘরের পিছন থেকে শাশুড়ির লাশ ও মাথার ফুল উদ্ধার হয়েছে । তাদের বাড়ির বারান্দা থেকে একটা লাঠি পাওয়া গেছে ।’ এই নৃশংস হত্যাকাণ্ডে ওই পরিবারের দুই সদস্য জড়িত বলে সন্দেহ তার । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এদিকে খবর পেয়ে মৃতের বাড়িতে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । তিনি মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সঠিক তদন্তের আশ্বাস দেন।।
