এইদিন ওয়েবডেস্ক,গাজিয়াবাদ,০৬ মার্চ : স্বামী টিউবারকিউলোসিসে (টিবি) আক্রান্ত । কাজে যেতে পারেন না । তাঁর চিকিৎসা তো দূরের কথা,তিন শিশুসন্তানের মুখে দু’বেলা অন্ন তুলে দিতে পারছিলেন না গৃহবধু । শেষে অভাবের তাড়নায় তিনি তিন সন্তানের খাবারে বিষ মিশিয়ে দিয়ে নিজেও বিষপান করেন । মৃত্যু হয় ওই মহিলাসহ তাঁর ছেলের । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধুর দুই শিশুকন্যা । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার থানা ট্রনিকা সিটি এলাকায় ।
জানা গেছে,ট্রনিকা সিটি এলাকার ইলাইচিপুরের আমান গার্ডেন কলোনির বাসিন্দা বছর ত্রিশের ওই গৃহবধুর নাম মনিকা । তাঁর স্বামীর নাম মনু । তিনি জনমজুরির কাজ করতেন । বছর দশেক আগে বিয়ে হয় মনিকা ও মনুর । তাঁদের তিন সন্তান । দুই মেয়ে মানালি (১১) ও সাক্ষী(৬) । ছোট ছেলে অংশের বয়স ৩ বছর । মূলত মনুর উপার্জনেই ৫ জনের সংসার চলত ।
পরিবার সুত্রে জানা গেছে,কিছুদিন ধরে হাঁপানি ও কাশি শুরু হয় মনুর । ফপ্লে প্রায় দিনই তিনি কাজে যেতে পারছিলেন না । মনুর ডাক্তারি পরীক্ষা করা হলে টিবি ধরা পড়ে । তারপর থেকে তাঁর জেলা হাসপাতালেই চিকিৎসা চলছিল । কিন্তু মনুর স্বাস্থ্যের অবনতি হতে থাকে । ফলে কাজকর্ম বন্ধ হয়ে যায় ।
মনুর স্ত্রী তাঁকে ভালো কোনও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চেয়েছিলেন । কিন্তু অর্থাভাবে তিনি স্বামীর ভালো চিকিৎসা করাতে পারেননি । মনিকা তার আশেপাশের লোকজনকেও বিষয়টি জানিয়েছিলেন । কিন্তু কেউই সেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি । এদিন অসুস্থ স্বামী ও তিন শিশুসন্তানের মুখে দু’বেলা অন্ন তুলে দিতে গিয়ে হিমসম খাচ্ছিলেন ওই মহিলা । শেষে অভাবের তাড়নায় হতাশাগ্রস্থ হয়ে শনিবার গভীর রাতে মনিকা প্রথমে তার তিন সন্তানকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খেতে দেন । শেষে নিজেও বিষপান করেন ।
জানা গেছে, এদিন রবিবার সকালে পরিবারের অনান্য সদস্যরা বিষয়টি বুঝতে পেরে মনিকাদেবী ও তাঁর তিন শিশুসন্তানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । কিন্তু কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় মহিলা ও তাঁর ছেলের । মহিলার দুই মেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।।