দিব্যেন্দু রায় ও সঞ্জয় মণ্ডল,ভাতার(পূর্ব বর্ধমান), ২১ এপ্রিল : তীব্র দাবদাহ চলছে রাজ্য জুড়ে । মরুরাজ্য রাজস্থানকে টেক্কা দিয়ে এরাজ্যের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই । এরই মাঝে ভোটের প্রচার চালাতে গিয়ে হাঁসফাঁস অবস্থা বিভিন্ন দলের প্রার্থী,নেতা ও কর্মীদের । তবে বর্ধমান-দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে প্রচারের ময়দানে বেশ চাঙ্গা দেখতে পাওয়া যাচ্ছে । অনেকে আড়ালে আবডালে দিলীপবাবুকে “মিস্টার কুল”(Mr. Cool) বলেও অবিহিত করছেন । তীব্র দাবদহের মধ্যে রোজ ঘুরে ঘুরেও “কুল” থাকার রহস্য অবশেষে আজ ফাঁস করলেন বিজেপি প্রার্থী । আজ রবিবার ভাতারের নিত্যানন্দপুর ও বলগোনা অঞ্চল এলাকায় ভোটপ্রচারে এসে গ্রামবাসীদের হাতপাখা বিলির সাথে সাথে তীব্র গরমে সুস্থ টিপস দিয়েছেন তিনি । দিলীপবাবুর পরামর্শ হল,’এই প্রচণ্ড গরমের সময় খুব সাবধানে থাকতে হবে । রোজ লেবুজল পান করুন আর পান্তা ভাত খান। তাহলে সুস্থ থাকবেন।’
আগামী ১৩ মে বর্ধমান-দুর্গাপুর সহ রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রে ভোট । হাতে এক মাসেরও কম সময় । তাই যত ভোটের দিন এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলির প্রচারের ঝাঁঝ ততই বাড়ছে । আজ ভাতার বিধানসভার নিত্যানন্দপুর এবং বলগোনা অঞ্চলে ভোটের প্রচারে আসেন দিলীপ ঘোষ । নিত্যানন্দপুর অঞ্চলের ঊষা গ্রামের মনসা মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন । নিত্যানন্দপুর গ্রামের ধর্মরাজ মন্দির, বড় পোষলা গ্রামের ঝঙ্কেশ্বরী মন্দির, বলগোনা অঞ্চলের বলগোনা গ্রামের হনুমান মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারলেন তিনি । পরে বলগোনা অঞ্চলের হরিপুর গ্রামে দিলীপ ঘোষকে সংবর্ধনা জানানো হয় । ফুলের মালা পরিয়ে দিলীপ ঘোষকে স্বাগতম জানানো হয় । পরে ভাটাকুল, সেলেন্ডা, ঢেঁরিয়া হয়ে কোসিগ্রামে বিজেপি প্রার্থীর প্রচার শেষ হয় । গ্রামের বিভিন্ন মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে দিলীপ ঘোষকে ফুল ছিটিয়ে স্বাগতম জানান। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । এদিন ভাতারে দিলীপ ঘোষের প্রচার অভিযানে কার্যত জনজোয়ার লক্ষ্য করা যায় ।।