এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১১ ডিসেম্বর : শনিবার পিনাকের নতুন সংস্করণ পিনাক-ইআর (এক্সটেন্ডেড রেঞ্জ) পোখরানে সফলভাবে পরীক্ষা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) । এক্সটেন্ডেড রেঞ্জ পিনাক হল আগের পিনাক রকেটগুলির একটি আপগ্রেড সংস্করণ যা প্রায় এক দশক ধরে সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারে মজুত রয়েছে । এদিন পরীক্ষার সাফল্যের পর দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চার আরও বিপজ্জনক হয়ে উঠল ।
পিনাকের নতুন সংস্করণটি পুনের আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট (ARDE) এবং হাই এনার্জি মেটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরির (HEMRL) সঙ্গে যৌথভাবে ডিজাইন করেছে ডিআরডিও । ডিআরডিও ওই দুই বেসরকারী শিল্প প্রতিষ্ঠানের হাতে রকেট সিস্টেমের প্রযুক্তি হস্তান্তরও করে দিয়েছে ।
পিনাক এমকে-আই রকেট লঞ্চার সিস্টেমে ৪৪ সেকেন্ডে একসঙ্গে ১২ টি রকেট নিক্ষেপ করা যেত । দূরত্ব ছিল প্রায় ৩৮ কিলোমিটার । এটি ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় ব্যাবহার করেছিল ভারতীয় সেনা । পাহাড়ে পাকিস্থানের বাঙ্কারগুলি ধ্বংশ করতে দারুনভাবে কাজে লেগেছিল স্বদেশী প্রযুক্তিতে তৈরি এই রকেট লঞ্চার সিস্টেমটি ।
তারপর পিনাক-২ তৈরি করে ডিআরডিও । যেটি প্রায় ৬০ কিমি দূরে লক্ষ্যে আঘাত হানতে পারে । কিন্তু আপগ্রেড হওয়ার পর এটি ৪৪ সেকেন্ডে ৭২টি রকেট ছুড়তে পারবে । প্রায় ৭৫ কিলোমিটার দূরত্ব পর্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হবে বলে জানা গেছে ।।