প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২০ মার্চ : দক্ষিণবঙ্গ থেকে উত্তর বঙ্গে বদলি করা হল আরজি কর আন্দোলনের অন্যতম মুখ হিসাবে পিরিচিত হয়ে ওঠা ডাক্তার সুবর্ণ গোস্বামীকে। পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সি এম ও এইচ( টু) পদ থেকে তাকে সুদূর দার্জিলিং জেলায় একটি টি বি সেনেটরিয়ামে বদলি করা হয়েছে। এই নিয়ে বদলিকে দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে মুখ খোলার পুরস্কার বলে অভিহিত করেছেন। বাদলির নির্দেশের কথা জানার পর কোন রাকঢাক না রেখে ডঃ সুবর্ণ গোস্বামী বৃহস্পতিবার বলেন,আমার চাকরিটাইতো বদলির চাকরি। বদলি হওয়া স্বাভাবিক।ইতিমধ্যে মোট ১৪ বার বদলি হয়ে ১২ টি জেলায় কাজ করেছি। বাকি জেলাতে গিয়ে কাজ করতেও আমার কোনো সমস্যা নেই।তবে এবাবের এই বদলিকে সুবর্ণ বাবু রুটিন বদলি হিসেবেও দেখছন না। এ নিয়ে তিনি জানান, এই সরকারের (তৃণমূল)আমলে তিনি ৮ বার বদলি হয়েছেন। তবে যাঁরা এই সরকারের পছন্দের লোক তাঁরা একই জায়গায়, একই পদে ১৫-১৬ বছর ধরে রয়ে আছে।
ডঃ সুবর্ণ গোস্বামী আরও জানান,“আর জি কর কাণ্ডের প্রতিবাদের প্রথম সারিতে থাকার সুবাদে তাঁকে নানারকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে। মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাঁকে লালবাজারে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।তাঁর নামে মেডিকেল কাউন্সিলে মিথ্যা অভিযোগ করা হয়েছে।এমনকি তাঁকে নানারকম প্রতিহিংসার মুখোমুখিও হতে হয়েছে।এবার যে পদে তাঁকে বদলি করা হয়েছে সেটা তার বর্তমান পদমর্যাদার চেয়ে নিচু। ওই হাসপাতালে তেমন রোগী নেই। এই বদলি তাই স্বাভাবিক নয়।তবে তিনি পরিস্কার জানিয়ে দেন, কেউ যদি ভেবে থাকেন এই বদলি করে বিচারের দাবিতে আন্দোলন,অনাচার ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলন দমে যাবে, তারা ভুল ভাবছেন।বরং এই আন্দোলন আরো তীব্র হবে। জোরালো হবে। মেরুদণ্ড সোজা রেখে, চোখে চোখ রেখে আন্দোলন চলবে।
ডা: সুবর্ণ গোস্বামীর কথায়,দুর্নীতি বা থ্রেট কালচারের বিরুদ্ধে যাঁরাই সরব হয়েছেন তারাই এইরকম রাষ্ট্রীয় দমন পীড়নের মুখোমুখি হচ্ছেন।উর্ধতন কর্তৃপক্ষ এবং সংগঠনের সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে সুবর্ণ গোস্বামী জানিয়েছেন।।