এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ অক্টোবর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসক ‘অভয়া’র ধর্ষণ-খুনের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে সংঘটিত হওয়া প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ ছিলে ডঃ আখতার আলি । সেসময় তিনি ছিলেন আরজি করের ডেপুটি সুপার। পরে তাকে প্রথমে মুর্শিদাবাদ ও পরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি সুপার পদে বদলি করে দেওয়া হয় । সম্প্রতি অনলাইনে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির প্রাথমিক সদস্যপদ নিয়েছেন ডঃ আখতার আলি । চাকরি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন,’মুখ্যমন্ত্রী ব্যতীত তৃণমূলে সকলেই দুর্নীতিগ্রস্ত, চোর । পরবর্তীতে আমার লড়াই হবে রাজ্যে স্বাস্থ্য দপ্তরে ঘটে চলা দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং রাজ্যে মহিলাদের সুরক্ষার দাবিতে আন্দোলন ।’ বিজেপি তাকে বিধানসভার প্রার্থী করলে তিনি ভোটে লড়ার ইচ্ছাপ্রকাশও করেছেন । অবশ্য এক্ষেত্রে তিনি পরিবারের পরামর্শকে গুরুত্ব দেবেন বলে জানান।
কিন্তু হিন্দুত্ববাদী দল বিজেপিতে কেন তিনি যোগ দিলেন? উত্তরে ডঃ আখতার আলি বলেছেন, ‘একমাত্র বিজেপি পারবে ২০২৬ সালে রাজ্য থেকে তৃণমূলকে সাফ করতে।’ তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুসলিমদের ব্যবহার করার অভিযোগ তুলে বলেছেন,’মুসলিমদের উঠতে দিচ্ছে না তৃণমূল। পরিবর্তে মুসলিমদের শুধু ব্যবহার করে যাচ্ছে৷’ তিনি আরও জানান যে কয়েকদিনের মধ্যেই তিনি সশরীরে উপস্থিত থেকে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন । এর আগে চলতি মাসেই হঠাৎ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি । ফলে বিজেপিতে ডঃ আখতার আলির পুরোপুরি ভাবে নেমে যাওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত বলে মনে করা করা হচ্ছে ।।

