দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২০ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার ভাতারে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস । আহত হয়েছে কমপক্ষে ২০-২২ জন যাত্রী । খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় । স্থানীয় সূত্রে খবর,এদিন সকালে কাটোয়া থেকে বর্ধমান মুখে যাচ্ছিল ওই যাত্রীবাহী বাসটি । বাসটি ভিড়ে ঠাসা ছিল । বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক ধরে বর্ধমান মুখে যাওয়ার সময় সকাল ১১ টা সাড়ে ১১ টা নাগাদ নাগাদ বাসটি ভাতার গার্লস হাইস্কুলের উলটো দিকে ২২ বিঘার কাছে এলে আচমকা রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে পড়ে । ঘটনার প্রত্যক্ষদর্শী প্রদীপ কুন্ডু বলেন, ‘আমরা তখন কাছাকাছিই ছিলাম । হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পাই । তারপর দেখি একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে উলটে পড়েছে ।’ তিনি আরও বলেন,’বাসটি যেখানে উলটে পড়েছিল ঠিক তার পাশেই রয়েছে বিদ্যুতের খুঁটি । যদিও বাসটি খুঁটির উপর পরত তাহলে আরও বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত ।’
জানা গেছে,প্রথমে আশপাশের লোকজন উদ্ধার কাজে হাত লাগায় । পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় । বাসের যন্ত্রাংশ ভেঙে গিয়েই এই বিপত্তি ঘটেছে প্রাথমিকভাবে অনুমান পুলিশের । বাসটি আটক করেছে পুলিশ ।।